আনন্দ মাহিন্দ্রার ‘ভবিষ্যদ্বাণী’ সত্য হল, টেসলাকে ভারতে স্বাগত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতে নিজেদের প্রথম শোরুম চালু করল আমেরিকান ইলেকট্রিক ভেহিকল জায়ান্ট টেসলা। আর এর পরপরই মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানির চেয়ারপার্সন আনন্দ মাহিন্দ্রা একটি টুইটের (বর্তমানে এক্স পোস্ট) স্ক্রিনশট নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে রীতিমতো চমক সৃষ্টি করেছেন। সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে, আজ থেকে ঠিক আট বছর আগে, ২০১৭ সালের ২ জুন, তিনি ইলন মাস্কের একটি পোস্ট শেয়ার করে টেসলাকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। তাঁর সেই ‘ভবিষ্যদ্বাণী’ই আজ বাস্তব রূপ নিয়েছে।

আজ, ১৫ জুলাই, আনন্দ মাহিন্দ্রা নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “ইলন মাস্ক ও টেসলাকে ভারতে স্বাগতম। বিশ্বের সবচেয়ে বড় ইভি বাজার এবার আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। প্রতিযোগিতা উদ্ভাবন নিয়ে আসে এবং সেদিকে এখনও অনেক রাস্তা যেতে হবে আমাদের।” তিনি ইলন মাস্ককে এও বলেন যে, “আশা করছি আমাদের কোনো এক চার্জিং স্টেশনে দেখা হবে।” এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি টেসলার আগমনের ফলে ভারতীয় ইভি বাজারে যে নতুন মাত্রা যোগ হবে, সেদিকেই ইঙ্গিত করেছেন।

প্রসঙ্গত, মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের মেকার ম্যাক্সিটি মলে টেসলা তাদের প্রথম শোরুম, ‘টেসলা এক্সপেরিয়েন্স সেন্টার’ চালু করেছে। প্রাথমিকভাবে, ইলন মাস্কের সংস্থা ভারতে টেসলা মডেল ওয়াই বিক্রি করতে চলেছে। এই মডেলের দাম প্রায় ৭০ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৬০ লক্ষ টাকার কাছাকাছি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। টেসলার এই পদক্ষেপ ভারতের দ্রুত বর্ধনশীল বৈদ্যুতিক গাড়ির বাজারে নিঃসন্দেহে এক নতুন প্রতিযোগিতা এবং উদ্ভাবনের ঢেউ আনবে।