বৃষ্টিভেজা মিছিলে মমতার ‘স্বাস্থ্য মন্ত্র’, কর্মীদের সুস্থ থাকার বিশেষ টোটকা

বুধবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সুবিশাল মিছিলে বৃষ্টি উপেক্ষা করে শামিল হয়েছিলেন হাজার হাজার কর্মী-সমর্থক। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রায় গোটা পথটাই ভিজে মিছিলে হেঁটেছেন। সংগ্রামী মেজাজে বিরোধীদের আক্রমণ করার পাশাপাশি, মিছিল শেষে দলের কর্মীদের শারীরিক সুরক্ষার প্রতিও সজাগ দৃষ্টি রাখলেন তৃণমূলনেত্রী। বৃষ্টিতে ভেজার পর যাতে কেউ অসুস্থ না হয়ে পড়েন, সেজন্য তিনি নিজেই দিলেন তিনটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরামর্শ।
মিছিল শেষে ধর্মতলার সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে বাঙালি বিদ্বেষ এবং ডিভিসি-র জল ছেড়ে রাজ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টির মতো ইস্যুগুলিতে সরব হন। কিন্তু তাঁর বক্তৃতার একবারে শেষে তিনি যে দিকটি তুলে ধরলেন, তা নিঃসন্দেহে দলীয় কর্মীদের প্রতি তাঁর মমত্ববোধেরই প্রতিফলন।
উপস্থিত ভিজে যাওয়া কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বৃষ্টিতে ভিজে বাড়ি গিয়ে একটা কাজ করতে ভুলবেন না। গরম জলে স্নান করবেন, আদা দিয়ে চা খাবেন আর একটা অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট খেয়ে নেবেন। লড়াইয়ের ময়দান অনেক বড়, সুস্থ থাকতে হবে তো!” মুখ্যমন্ত্রীর এই স্বতঃস্ফূর্ত পরামর্শ তাৎক্ষণিকভাবে কর্মী মহলে উষ্ণতা তৈরি করে।
বিশেষত, আগামী ২১শে জুলাই শহিদ সমাবেশকে সামনে রেখে যখন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা কলকাতায় আসছেন এবং আরও আসবেন, তখন তাদের শারীরিক সুস্থতা নিশ্চিত করা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে দলনেত্রীর এই ব্যক্তিগত টিপস কর্মীদের মনোবল বৃদ্ধি করবে বলেই মনে করা হচ্ছে।
সাধারণত, রাজনৈতিক কর্মসূচির শেষে মুখ্যমন্ত্রী নানা রাজনৈতিক বা সাংগঠনিক পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু আজকের এই আবহাওয়াজনিত প্রতিকূলতার মধ্যে কর্মীদের স্বাস্থ্য নিয়ে তাঁর এই ভাবনা নিঃসন্দেহে এক ব্যতিক্রমী দিক। এটি শুধু এক দলনেত্রীর পরামর্শ নয়, বরং কর্মীদের প্রতি তাঁর ব্যক্তিগত যত্নশীলতারই এক ইঙ্গিত, যা তাদের আরও উজ্জীবিত করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। লড়াইয়ের ময়দানে সুস্থ থাকা যে কতটা জরুরি, সেই বার্তাই যেন দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।