সিদ্ধার্থ-কিয়ারার ঘরে এল নতুন অতিথি, সময়ের আগেই প্রথম সন্তানের বাবা-মা হলেন তারকা দম্পত্তি

বলিউডে ফের খুশির খবর! তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানির জীবনে এলো নতুন সদস্য। সময়ের আগেই কিয়ারার কোল আলো করে জন্ম নিয়েছে তাঁদের কন্যাসন্তান। প্রথম সন্তানের আগমনে উচ্ছ্বসিত নব বাবা সিদ্ধার্থ। বুধবার নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যৌথভাবে এই সুখবর জানিয়েছেন তাঁরা।

‘আমাদের পৃথিবী চিরতরে বদলে গেল’
ইনস্টাগ্রামে নিজেদের পোস্ট-এ গর্বিত বাবা-মা লিখেছেন, “আমাদের হৃদয় পরিপূর্ণ। আমাদের পৃথিবী চিরতরে বদলে গেল। আমরা কন্যাসন্তানের বাবা-মা হয়েছি।” সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মা এবং শিশু উভয়ই ভালো আছে।

বলিউডের জনপ্রিয় ‘পাওয়ার কাপল’ হিসাবে পরিচিত সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের জয়সলমেরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের ঠিক দুই বছরের মাথায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইনস্টাগ্রামে একটি সুন্দর পোস্টের মাধ্যমে তাঁরা সন্তান আসার আগাম বার্তা দেন। সেখানে তাঁরা শিশুর মোজা ধরে একটি ছবি শেয়ার করেছিলেন। এরপর মেট গালার রেড কার্পেটে বেবি বাম্প নিয়ে প্রথমবার প্রকাশ্যে আসেন কিয়ারা আদবানি। কালো ও সোনালি রঙের পোশাকে স্ফীতোদর অভিনেত্রীকে দেখে মাতৃত্বের গ্লো ফুটে উঠেছিল তাঁর চোখেমুখে।

অপেক্ষার অবসান, অনুরাগীদের উল্লাস
কবে সিদ্ধার্থ-কিয়ারার সন্তান আসবে, তা নিয়ে অনুরাগীদের উৎকণ্ঠার শেষ ছিল না। অবশেষে মঙ্গলবার মুম্বইয়ের একটি হাসপাতালে পৃথিবীর আলো দেখেছে তাঁদের প্রথম সন্তান। তাকে স্বাগত জানাতে সকাল থেকেই হাজির ছিলেন বাবা সিদ্ধার্থ-সহ পরিবারের অন্যান্য সদস্যরা। পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। এরপরই সিড এবং কিয়ারা ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টে সন্তান জন্মলাভের সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নেন।

জীবনের এই দুর্দান্ত নতুন অধ্যায়ে প্রবেশ করায় বলিউডের এই দম্পতিকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির সহকর্মী ও বন্ধুরা। যদিও জানা গিয়েছিল, আগস্ট মাসে জন্ম নেওয়ার কথা ছিল সিদ্ধার্থ-কিয়ারার প্রথম সন্তানের। তবে প্রায় এক মাস আগেই বাড়িতে নতুন সদস্যের আগমন ঘটল।

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ট্রায়ো-এর কাকতালীয় মিল
উল্লেখ্য, ২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার (SOTY)’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন সিদ্ধার্থ মালহোত্রা। সেই ছবিতে তাঁর পাশাপাশি ছিলেন আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান। কাকতালীয়ভাবে, এই তিন অভিনেতা-অভিনেত্রীই কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। আর এই নিয়ে অনুরাগীদের মধ্যে চর্চার শেষ নেই। আগামিদিনে বলিউডে নতুন প্রজন্মের নেতৃত্ব দেবে এই তিনজনের তারকা সন্তান, এমনটাই অনুমান করছেন অনুরাগীরা।

কিয়ারা আদবানির সঙ্গে ছবির সূত্রেই সিদ্ধার্থের আলাপ। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘শেরশাহ’ ছবিতে প্রথমবার দু’জনে একসঙ্গে অভিনয় করেন। সেখান থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত। তারপর প্রেম পর্ব পেরিয়ে বিয়ে এবং সদ্য বাবা-মা হলেন এই বলিউড দম্পতি। তাঁদের জীবনে এই নতুন আনন্দের জন্য বলিউডের সবাই শুভেচ্ছা জানিয়েছে।