একি কান্ড! প্রবল বৃষ্টিতে হড়পা বানে আটকে গেল বাস, যাত্রীদের চোখেমুখে ভাসছে আতঙ্ক

লাগামছাড়া বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে। মঙ্গলবার রাত থেকে আলিপুরদুয়ার জেলাতেও শুরু হওয়া প্রবল বর্ষণে ভুটান পাহাড়ের নদীগুলি ফুলেফেঁপে উঠেছে। আর সেই আগ্রাসী রূপের শিকার হলো যাত্রীবোঝাই একটি বাস। মাদারিহাটের জামতালা এলাকার টোটোপাড়াগামী সড়কে বাঙড়ি নদীতে আসা হড়পা বানে আটকে গিয়েছে বাসটি, যার জেরে যাত্রীদের চোখেমুখে দেখা দিয়েছে চরম আতঙ্ক।
মৃত্যুর মুখ থেকে ফিরে আসা
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বাঙড়ি নদীতে আকস্মিক হড়পা বান আসে। এই হড়পা বানে ভেসে যাওয়ার আগেই জীবনের ঝুঁকি নিয়ে বাসের যাত্রীরা এবং চালক দ্রুত বাস থেকে নেমে আসেন। বরাত জোরে তারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে সক্ষম হন এবং প্রাণে বেঁচে যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নদীর দু’পাশে প্রচুর মানুষ আতঙ্কে দাঁড়িয়ে ছিলেন, তাঁদের চোখেমুখে ছিল চরম উদ্বেগের ছাপ।
যোগাযোগ বিচ্ছিন্ন, বাড়ছে উদ্বেগ
ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে খরস্রোতা বাঙড়ি নদী তার আগ্রাসী রূপ ধারণ করেছে। বর্তমানে মাদারিহাট থেকে টোটোপাড়ায় যাওয়ার সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃষ্টি কমলে তবেই ফের যাতায়াত শুরু হবে। প্রতি বর্ষাতেই বাঙড়ি নদীতে হড়পা বান দেখা যায়। শুধু এই নদীই নয়, ভুটানের অন্যান্য নদীগুলিও ফুলেফেঁপে ওঠে, যা স্থানীয় বাসিন্দাদের মনে ভয় ধরাচ্ছে।
অন্যান্য রাজ্যেও বন্যার আশঙ্কা
উত্তরবঙ্গের এই পরিস্থিতি একদিকে যেমন আলিপুরদুয়ারের জনজীবনকে ব্যাহত করেছে, তেমনি স্থানীয় অর্থনীতিতেও এর প্রভাব পড়ছে। যাতায়াত বন্ধ থাকায় বহু মানুষ চরম সমস্যায় পড়েছেন।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, এই ধরনের হড়পা বান এবং নদীর জলস্তর বৃদ্ধি এই সময়ে একটি পরিচিত ঘটনা। তবে এবারের মতো দুর্যোগপূর্ণ পরিস্থিতি সাম্প্রতিককালে দেখা যায়নি। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানানো হয়েছে। তবে আপাতত যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য।