দুবাইতে গিয়ে স্কাই ড্রাইভিং-ই হল কাল! ভয়ানক বিপদের মুখে অর্চনা ও তার পরিবার

ভ্রমণপিপাসুদের স্বপ্নের ডেস্টিনেশন দুবাইয়ে স্কাই ডাইভিংয়ের অভিজ্ঞতা নিতে গিয়ে প্রতারণার শিকার হলেন বলিউড অভিনেত্রী অর্চনা পূরণ সিংহ এবং তাঁর পরিবার। মাথাপিছু প্রায় ৩০ হাজার টাকা খরচ করে স্কাই ডাইভিংয়ের জন্য অনলাইনে টিকিট কেটেছিলেন তাঁরা, কিন্তু সেখানে পৌঁছে জানতে পারেন তাঁদের নামে কোনো বুকিংই নেই। একটি ভুয়ো ওয়েবসাইটের ফাঁদে পা দিয়ে তাঁদের লক্ষাধিক টাকা জলে গেল।

জানা গেছে, অ্যাডভেঞ্চার স্পোর্টস ভালোবাসেন অর্চনা। তাই দুবাই সফরে গিয়ে স্কাই ডাইভিং করার পরিকল্পনা করেছিলেন তিনি। আগে থেকেই সব কিছু ঠিক করা ছিল। অনলাইনে তিনটি টিকিটও কেটে রেখেছিলেন তাঁরা। চার মিনিটের স্কাই ডাইভিংয়ের জন্য মাথাপিছু ৩০ হাজার টাকা খরচ হয়েছিল।

কিন্তু নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে পৌঁছানোর পর তাঁদের জানানো হয়, তাঁদের নামে কোনো বুকিং নেই এবং তাঁদের কোনো টাকাই জমা পড়েনি। সবটা জানার পর অর্চনা ও তাঁর পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে তাঁরা প্রতারিত হয়েছেন এবং একটি ভুয়ো ওয়েবসাইটে টিকিট কেটেছিলেন। অর্চনার ছেলে আর্যমান জানান, প্রাথমিকভাবে তাঁর কিছুটা সন্দেহ হয়েছিল।

অর্চনা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এই ঘটনাটি জানান। তিনি বলেন, “আমরা আইফ্লাই থেকে তিনটি স্লট বুক করেছিলাম, কিন্তু এই মহিলা (কর্মকর্তা) জানাচ্ছেন যে আমাদের নামে কোনো বুকিংই নেই। আমরা ঠকে গেছি। ওঁরা বলছেন, আমরা যে ওয়েবসাইট থেকে টিকিট কেটেছি সেটা ওঁদের নয়। আমরা দুবাইতে প্রতারণার শিকার হয়েছি। আমরা ইতিমধ্যেই টাকাটা দিয়ে ফেলেছি এবং সেখানকার টিকিটের দাম মোটেও সস্তা নয়। দুবাই এসে আমাদের পয়সা ডুব গেল।”

এই ঘটনায় অর্চনা পূরণ সিংহ এবং তাঁর পরিবারের দুবাই ভ্রমণের আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে। এই ঘটনা ভ্রমণকারীদের অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।