“এই মুখ্যমন্ত্রীর আমলে একটা মেয়েও সুরক্ষিত নয়!”, খড়গপুরে ‘কন্যা সুরক্ষা যাত্রা’ থেকে মমতাকে আক্রমণ শুভেন্দুর

রাজ্যে নারী সুরক্ষার দাবিতে আজ খড়গপুরে এক বিশাল ‘কন্যা সুরক্ষা যাত্রা’র নেতৃত্ব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ করেন, “এই মুখ্যমন্ত্রীর আমলে একটা মেয়েও সুরক্ষিত নয়।” এর পাশাপাশি, আগামী ২০২৬ সালের বিধানসভা ভোটে রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাত করারও ডাক দেন তিনি।

নারী সুরক্ষা নিয়ে তীব্র আক্রমণ
রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধির অভিযোগ তুলে বেশ কিছুদিন ধরেই সরব বিজেপি। আজ খড়গপুরের ‘কন্যা সুরক্ষা যাত্রা’ সেই প্রতিবাদেরই অংশ ছিল। শুভেন্দু অধিকারী তাঁর ভাষণে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নারী সুরক্ষায় সরকারের ব্যর্থতার উপর জোর দেন। তিনি দাবি করেন, তৃণমূল সরকারের আমলে মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। তাঁর এই মন্তব্য শাসকদলকে অস্বস্তিতে ফেলেছে।

‘২৬-এর ভোটে প্রাক্তন করতে হবে মুখ্যমন্ত্রীকে’
নারী সুরক্ষার প্রশ্নে সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি করার পাশাপাশি, রাজনৈতিক দিক থেকেও মুখ্যমন্ত্রীকে কোণঠাসা করার চেষ্টা করেন শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে তিনি স্পষ্ট বার্তা দেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন বাংলার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশে আহ্বান জানান, “২৬-এর ভোটে এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করতে হবে।” তাঁর এই মন্তব্য আগামী বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ভোটের আগে রণনীতিতে কন্যা সুরক্ষা?
পর্যবেক্ষকরা মনে করছেন, লোকসভা ভোটে রাজ্যে আশানুরূপ ফল না হলেও, বিজেপি এখন থেকেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ‘কন্যা সুরক্ষা যাত্রা’ এবং নারী সুরক্ষার মতো সংবেদনশীল বিষয়কে সামনে রেখে জনসংযোগ বাড়ানো এবং সরকারের বিরুদ্ধে জনমত গঠনের চেষ্টা করা হচ্ছে। নারী ভোটারদের মন জয় করার পাশাপাশি, রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির পাশাপাশি আইন-শৃঙ্খলার অবনতিকেও বড় ইস্যু করতে চাইছে বিজেপি।

শুভেন্দু অধিকারীর আজকের মন্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আগামী দিনে এই ‘কন্যা সুরক্ষা যাত্রা’ রাজ্যজুড়ে আরও জোরদার হবে কিনা, এবং তা শাসকদলের উপর কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।