ভয়াবহ পথ দুর্ঘটনা – “নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীদের নিয়ে গাড়ি পড়ল নদীতে” মৃত কমপক্ষে 8

মঙ্গলবার ভারতের দুই প্রান্ত থেকে দুটি মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর মিলেছে, যাতে কমপক্ষে ১৩ জনের প্রাণহানি ঘটেছে। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে যাত্রীবাহী গাড়ি নদীতে পড়ে ৮ জন নিহত হয়েছেন, অন্যদিকে জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় আরেকটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন। দুই রাজ্যেই আহত হয়েছেন বহু মানুষ।

পিথোরাগড়ে নদীতে গাড়ি: প্রাণ হারালেন ৮, আশঙ্কাজনক ৩
মঙ্গলবার দুপুরে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবাহী গাড়িটি মুওয়ানি থেকে বোকটার উদ্দেশে যাচ্ছিল। মুওয়ানিতে ভাণ্ডারী গ্রামের কাছে সুনি সেতুর কাছে এসে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ ফুট নিচে নদীতে পড়ে যায়।

পিথোরাগড়ের এসপি রেখা যাদব জানিয়েছেন, গাড়িটিতে মোট ১৩ জন যাত্রী ছিলেন। নিহত সকলেই বোকটা এলাকার বাসিন্দা ছিলেন, যার মধ্যে একটি স্কুল পড়ুয়াও রয়েছে। গন্তব্যে পৌঁছানোর অল্প আগেই এই দুর্ঘটনা ঘটায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার কাজ শুরু হয়েছে।

ডোডা জেলায় গভীর খাদে গাড়ি: নিহত ৫, আহত ১৭
একই দিনে সকালে জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় আরও একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। সকাল ৯টা নাগাদ এই দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ১৭ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, একটি যাত্রীবাহী গাড়ি রাস্তা পিছলে গিয়ে পাশের একটি গভীর খাদে পড়ে যায়, যার ফলে এত বড় দুর্ঘটনা ঘটে।

এই দুটি ঘটনাই আবারও দেশের পাহাড়ি অঞ্চলে সড়ক নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলেছে। আকস্মিক দুর্ঘটনা রোধে আরও কঠোর পদক্ষেপ এবং সড়ক পরিকাঠামোর উন্নতির দাবি উঠেছে।