জয়নগরে বোমা বিস্ফোরণ, বাড়িতে বোমা বাঁধতে গিয়ে আহত ৩, চাঞ্চল্য এলাকায়

দক্ষিণ ২৪ পরগণার জয়নগরের বকুলতলা থানার হানারবাটি গ্রামে এক ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে একটি বাড়িতে ঘটে যাওয়া এই বিস্ফোরণে এক মহিলা-সহ অন্তত তিনজন গুরুতর জখম হয়েছেন। আহতরা হলেন কালাম শেখ, তাঁর স্ত্রী মনসুরা বিবি এবং তাঁদের এক আত্মীয়। স্থানীয়দের অভিযোগ, গোপনে বোমা বাঁধতে গিয়েই এই বিস্ফোরণ ঘটেছে।

কী ঘটেছিল হানারবাটিতে?
এলাকাবাসীরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে হঠাৎই কালাম শেখের বাড়ি থেকে এক প্রচণ্ড শব্দে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে দেখেন, বাড়ির ভেতরে কালাম শেখ, তাঁর স্ত্রী মনসুরা এবং তাদের এক আত্মীয় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকলের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ: বোমা তৈরির সময়ই দুর্ঘটনা
এই ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। এলাকার মানুষেরা সরাসরি অভিযোগ করেছেন যে, কালাম শেখের বাড়িতে গোপনে বোমা তৈরি করা হচ্ছিল। আর সেই বোমা বাঁধার কাজ চলার সময়েই অসাবধানতাবশত বিস্ফোরণটি ঘটেছে। পুলিশের প্রাথমিক তদন্তেও এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের তৎপরতা ও তদন্ত শুরু
ঘটনার খবর পেয়ে দ্রুত বকুলতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে। কীভাবে এই বিস্ফোরণ ঘটল, সত্যিই বোমা বাঁধা হচ্ছিল কিনা, এবং এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বোমা তৈরির অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে এর উৎস এবং এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করা পুলিশের কাছে একটি বড় চ্যালেঞ্জ হবে।

এই ঘটনা আবারও রাজ্যের গ্রামীণ এলাকায় অবৈধ অস্ত্রের বাড়বাড়ন্তের ছবি তুলে ধরল, যা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে।