বৃষ্টিতে উধাও সল্টলেকের বেহাল রাস্তা – “রাস্তায় কৈ মাছ ছেড়ে বিক্ষোভ BJP-র”

সল্টলেকের ৯ নম্বর আইল্যান্ডের বেহাল রাস্তা এখন স্থানীয়দের কাছে এক দুঃস্বপ্ন। সামান্য বৃষ্টিতেই হাঁটু জল জমে যায়, আর তাতে ডুবে যায় রাস্তার অজস্র খানাখন্দ। দীর্ঘদিনের এই সমস্যায় অতিষ্ঠ এলাকাবাসী বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা পাননি। এবার এই বেহাল দশার প্রতিবাদে এক অভিনব ও প্রতীকী বিক্ষোভ দেখালো বিজেপি। খানাখন্দে জমে থাকা জলে কৈ মাছ ছেড়ে প্রশাসনকে এক তির্যক বার্তা দিলেন তারা।

“বৃষ্টি হলেই মাছের ভেড়ি!”
এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর বর্ষায় এই রাস্তার অবস্থা সঙ্গীন হয়ে ওঠে। রাস্তা এতটাই খারাপ যে হেঁটে চলাও দায়, আর সামান্য বৃষ্টিতেই তা রীতিমতো ছোট পুকুরে পরিণত হয়। এই জলাবদ্ধতার কারণেই এবার বিজেপির স্থানীয় কর্মীরা অভিনব প্রতিবাদের পথ বেছে নেন। খানাখন্দে জমে থাকা কাদাজলে বেশ কিছু কৈ মাছ ছেড়ে দিয়ে তারা বোঝাতে চেয়েছেন, এই রাস্তা আর চলাচলের যোগ্য নেই, বরং মাছ চাষের উপযুক্ত হয়ে উঠেছে!

কেন এই অভিনব প্রতিবাদ?
বিজেপি নেতৃত্বের দাবি, সল্টলেকের ৯ নম্বর আইল্যান্ডের এই রাস্তা সারাইয়ের জন্য স্থানীয় পৌরসভা এবং প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। নাগরিকদের ভোগান্তি উপেক্ষা করে প্রশাসন উদাসীন থাকায় বাধ্য হয়েই এমন প্রতীকী প্রতিবাদের আশ্রয় নিতে হয়েছে। এই প্রতিবাদের মাধ্যমে তারা বোঝাতে চাইছেন যে, শহরের বুকে এমন বেহাল রাস্তা মেনে নেওয়া যায় না এবং নাগরিকদের সমস্যাকে গুরুত্ব দেওয়া উচিত।

জনদুর্ভোগের অন্ত নেই
শুধুই খানাখন্দ আর জল জমার সমস্যা নয়, এই ভাঙাচোরা রাস্তার কারণে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। বর্ষাকালে জল জমার কারণে গর্তগুলো দেখা যায় না, যার ফলে পথচারী এবং বাইক আরোহীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। এলাকাবাসী বলছেন, “রাস্তা সংস্কারের নামে শুধু আশ্বাসই মেলে, কাজ হয় না। আমাদের জীবনের ঝুঁকি নিয়েই এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়।”

বিজেপির এই অভিনব প্রতিবাদ কি ঘুম ভাঙাতে পারবে প্রশাসনের? সল্টলেকের ৯ নম্বর আইল্যান্ডের এই রাস্তা কবে যানচলাচলের যোগ্য হবে, সেদিকেই তাকিয়ে আছেন স্থানীয় বাসিন্দারা।