সল্টলেকের বেহাল রাস্তা- “প্রতিবাদে কৈ মাছ ছেড়ে অভিনব বিক্ষোভ বিজেপির”

সল্টলেকের ৯ নম্বর আইল্যান্ডের বেহাল রাস্তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ দীর্ঘদিনের। সামান্য বৃষ্টিতেই এই রাস্তা জলের তলায় চলে যায়, তৈরি হয় বড় বড় গর্ত। প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় এবার অভিনব প্রতিবাদে শামিল হলো বিজেপি। রাস্তার খানাখন্দে কৈ মাছ ছেড়ে এক প্রতীকী বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে, যা রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে।

“বৃষ্টিতে রাস্তা নয়, যেন মাছের পুকুর!”
স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি এতটাই বেহাল যে সামান্য বৃষ্টিতেই এটি পুকুরে পরিণত হয়। বড় বড় গর্তে জল জমে থাকায় যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। গাড়ি থেকে শুরু করে বাইক, স্কুটি – সব ধরনের যান চলাচলেই দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে রাতে এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। “রাস্তা দিয়ে হাঁটা মানেই ঝুঁকি, মনে হয় যেন মাছের পুকুর পেরোচ্ছি,” ক্ষোভের সঙ্গে জানান এক স্থানীয় বাসিন্দা।

বিজেপির অভিনব প্রতিবাদ: কৈ মাছ আর খানাখন্দ
প্রশাসনের নিরবতায় অতিষ্ঠ হয়ে বিজেপি এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। রাস্তার জমা জলে রীতিমতো কৈ মাছ ছেড়ে দিয়ে তারা এই সমস্যার ভয়াবহতা তুলে ধরতে চেয়েছেন। তাদের এই অভিনব কৌশল দ্রুতই সকলের নজর কেড়েছে। বিজেপির স্থানীয় নেতৃত্ব জানান, এভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রাস্তা মেরামতের দাবি জানানো হচ্ছে। এই প্রতীকী বিক্ষোভের মাধ্যমে তারা বোঝাতে চেয়েছেন যে, বেহাল রাস্তার কারণে সাধারণ মানুষের জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠেছে।

নাগরিক দুর্ভোগ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ সময় ধরে এই রাস্তার বেহাল দশা চলছে। স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানানো সত্ত্বেও কোনো স্থায়ী সমাধান করা হয়নি। এই পরিস্থিতিতে বিজেপির এমন প্রতীকী প্রতিবাদ প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সাধারণ মানুষ চাইছেন, রাজনৈতিক চাপানউতোর বাদ দিয়ে দ্রুত এই সমস্যার সমাধান হোক এবং তারা নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন। এই অভিনব বিক্ষোভের পর প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।