দিঘা জগন্নাথ মন্দিরের ধ্বজা পুড়ে যাওয়া, ‘অনাচার’-এর অভিযোগ শুভেন্দু অধিকারীর, নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়!

সম্প্রতি দিঘার জগন্নাথ মন্দিরের ধ্বজা বজ্রপাতে পুড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি এই ঘটনাকে মন্দিরে ঘটে চলা ‘অনাচার’-এর ফল বলে অভিযোগ করেছেন এবং নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেছেন।
শুভেন্দু অধিকারীর বিস্ফোরক পোস্ট:
শুভেন্দু অধিকারী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, “দীঘার জগন্নাথ কালচারাল সেন্টার এ ভাস্কর্যের উপরে লাগানো ধ্বজ বজ্রপাতে পুড়ে গেলো। মহাপ্রভু শ্রীশ্রী জগন্নাথ জগতের নাথ, রাজনীতির জন্য ধর্ম নিয়ে ছেলেখেলা তিনিও ভালো ভাবে নেন নি। বিধর্মীদের যথেচ্ছ প্রবেশ, আমিষ খাবার খেয়ে শাস্ত্রবিধি না মেনে পুজো অর্চনা, রথের রশি জুতো দিয়ে মাড়ানো এমন সব ভুরি ভুরি অনাচার। কোনো একজনের অহং বোধ কে তুষ্ট করতেই মহাপ্রভুকে ‘ব্যবহার’ করা হচ্ছে, কিন্তু কথায় আছে ‘চখা আঁখি সবু দেখুচি’………”।
পোস্টের ক্যাপশনে তিনি আরও লিখেছেন, “লক্ষণ ভালো নয়…” একই সঙ্গে তিনি আগের মন্দিরের অবস্থা এবং বজ্রপাতে পোড়া বর্তমান ধ্বজার ছবিও প্রকাশ করেছেন।
দিঘার মন্দির ঘিরে বিতর্ক:
চলতি বছরই দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সরকারিভাবে এটিকে ‘কালচারাল সেন্টার’ হিসেবে দেখানো হয়েছে। কিন্তু প্রথম থেকেই এই মন্দিরকে কেন্দ্র করে একাধিক জটিলতা তৈরি হয়েছে। এবার বজ্রপাতে ধ্বজা পুড়ে যাওয়ার ঘটনা সেই বিতর্ককে নতুন মাত্রা দিল।
দিঘার মন্দিরের এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো সরগরম। তবে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য দিঘার ঘটনায় সরাসরি রাজনৈতিক যোগ এনে দিয়েছে। তিনি প্রথম দিন থেকেই দিঘার মন্দির নির্মাণ এবং উদ্বোধন নিয়ে বিভিন্ন মন্তব্য করে আসছেন, তবে এবার তিনি সরাসরি ‘অনাচার’-এর অভিযোগ তুলেছেন এবং এর জন্য শাসক দলকে দায়ী করেছেন।
শুভেন্দু অধিকারীর এই বিস্ফোরক মন্তব্য স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে। তৃণমূল কংগ্রেস এই অভিযোগের কী জবাব দেয়, সেটাই এখন দেখার বিষয়।