মন্ত্রিসভার বৈঠকে অসুস্থ মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, হাসপাতালে ভর্তি

আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। তার অসুস্থতার খবর ছড়াতেই উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য মন্ত্রিসভার সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। দ্রুত চিকিৎসক ডেকে পাঠানো হয়।

জানা গেছে, মন্ত্রীর রক্তচাপ (প্রেশার) আচমকা বেড়ে যাওয়ায় তিনি অসুস্থ বোধ করেন। মুখ্যমন্ত্রী তড়িঘড়ি চিকিৎসকদের ডেকে পাঠানোর নির্দেশ দেন। চিকিৎসক এসে মন্ত্রীকে পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে দ্রুত এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে যাওয়া হয়।

বর্তমানে মন্ত্রীর অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে জানা গেছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং তাকে রক্তচাপ কমানোর ওষুধ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মাছের দাম নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বিপ্লব রায়চৌধুরীকে। মুখ্যমন্ত্রী জানতে চেয়েছিলেন, কেন মাছের দাম কমছে না। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী গত দুই বছরের বেশি সময় ধরে মৎস্য দফতরের মন্ত্রী হিসেবে রয়েছেন।