হারিয়েছিল ইস্কনের ৭ লক্ষ টাকা, তৎপর হয়ে ব্যাগ সমেত উদ্ধার করল পুলিশ

রথযাত্রায় ভক্তদের দান করা সাত লক্ষ টাকা ভর্তি ব্যাগ হারিয়ে ফেলেছিলেন ইসকনের এক সন্ন্যাসী। টাকা খোয়ানোর পর থেকে তাঁর রাতের ঘুম উড়ে গিয়েছিল। কিন্তু অবশেষে পূর্ব মেদিনীপুরের এগরা থানার পুলিশ সেই হারানো ব্যাগ টাকাসমেত ফিরিয়ে দিয়ে স্বস্তি এনে দিল। রবিবার এই ঘটনাটি ঘটেছে।

ইসকন প্রতি বছরই মহা ধুমধাম করে রথযাত্রা পালন করে, এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। রথযাত্রায় প্রচুর ভক্তের সমাগম হয়েছিল এবং তাঁরা মুক্তহস্তে দানও করেন। গত ৭ জুলাই ইসকনের সন্ন্যাসী মহাবীর মধুসূদন দাস ভক্তদের সেই দানের টাকা ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন। পুলিশ সূত্রে খবর, বাইকে করে যাওয়ার সময় অসাবধানতাবশত টাকা ভর্তি ব্যাগটি রাস্তা পড়ে যায়। মধুসূদন দাস প্রথমে তা টেরই পাননি। যখন তাঁর খেয়াল হয়, তখন মাথায় হাত। দ্রুত তিনি এগরা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই শুরু হয় পুলিশের তৎপর তল্লাশি।

অভিযোগের ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার টাকা:

পুলিশ সূত্রে জানা গেছে, ইসকন কর্তৃপক্ষের অভিযোগ পাওয়ার পরই এগরা থানার আইসি অরুণ কুমার খাঁয়ের নেতৃত্বে একটি তদন্তকারী দল মাঠে নামে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সেই হারানো টাকা উদ্ধার করে। টাকার ব্যাগের সঙ্গে একটি চেকবুকও পাওয়া গিয়েছিল, সেটিও উদ্ধার করা হয়। জানা গেছে, একজন বাইক আরোহী ওই টাকা ভর্তি ব্যাগটি কুড়িয়ে পেয়েছিলেন।

এদিন সাংবাদিক বৈঠক করে গোটা বিষয়টি বিস্তারিত জানান এসডিপিও দেবীদয়াল কুণ্ডু। তিনি বলেন, “অভিযোগ পাওয়ার পরেই এগরা থানার টিম তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আমরা এক বাইক আরোহীকে চিহ্নিত করি, যিনি টাকা ভর্তি ব্যাগটি কুড়িয়ে পেয়েছিলেন। বাইকের নম্বর দেখে তাঁকে খুঁজে বের করা হয় এবং তাঁর কাছ থেকেই সাত লক্ষ টাকা ও চেকবুক উদ্ধার করা হয়।”

টাকা হারিয়ে ইসকনের সন্ন্যাসীরা অত্যন্ত দুশ্চিন্তায় ছিলেন। তবে টাকা ফেরত পেয়ে তাঁরা অত্যন্ত খুশি। দ্রুততার সঙ্গে টাকা উদ্ধার করে দেওয়ার জন্য তাঁরা এগরা থানা এবং সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। এই ঘটনা পুলিশের পেশাদারিত্ব ও জনমুখী কাজের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।