ভাঙড় হত্যাকাণ্ড, মাস্টারমাইন্ড মোফাজ্জেল মোল্লার পর গ্রেফতার আরও তিন তৃণমূল কর্মী

ভাঙড়ে তৃণমূল নেতা রেজ্জাক খান হত্যা মামলায় এবার মাস্টারমাইন্ড মোফাজ্জেল মোল্লার তিন শাগরেদকে গ্রেফতার করল উত্তর কাশিপুর থানার পুলিশ। গতকালই এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে মোফাজ্জেল মোল্লাকে গ্রেফতার করা হয়েছিল। এই নতুন গ্রেফতারি ভাঙড়কাণ্ডের তদন্তে আরও গতি আনল এবং ঘটনার নেপথ্যের চক্রটিকে উন্মোচনে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

এক নজরে গ্রেফতারির বিস্তারিত:

গতকাল, রবিবার (১৩ জুলাই) তৃণমূল নেতা রেজ্জাক খানের হত্যা মামলায় মোফাজ্জেল মোল্লার গ্রেফতারি ছিল একটি বড় সাফল্য। তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পুলিশ তার সহযোগী তিন তৃণমূল কর্মীর সন্ধান পায়। আজ (সোমবার, ১৪ জুলাই) ভোরে উত্তর কাশিপুর থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তবে, গ্রেফতারকৃতদের নাম বা এই মুহূর্তে তাদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য পুলিশ জানায়নি।

তদন্তের গতি প্রকৃতি:

পুলিশ সূত্রে খবর, মোফাজ্জেল মোল্লাকে জেরা করে এই হত্যাকাণ্ডের পেছনে আরও গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া গেছে। ধৃত তিন শাগরেদকে জেরা করে ঘটনার দিন তাদের ভূমিকা, কারা কারা এই হত্যাকাণ্ডে জড়িত এবং তাদের উদ্দেশ্য কী ছিল, সে সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে রাজনৈতিক বিবাদ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করা হচ্ছে।

ভাঙড়ের এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে বিরোধীরা অভিযোগ করছেন। পরপর গ্রেফতারির পর এই মামলার তদন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহলদারি ও নজরদারি বাড়ানো হয়েছে।