বন্ধুর ব্যাগে ব্যাগবন্দি হয়ে পালালো কয়েদি! সিনেমার চিত্রনাট্য বাস্তবের মাটিতে

সিনেমার চিত্রনাট্য বাস্তবের মাটিতে: ফ্রান্সের জেলে অভিনব কায়দায় ফলানো শিবাজি-কৌশল, ব্যাগবন্দি হয়ে পালালো কয়েদি!
লিয়ঁ, ফ্রান্স, ১৪ জুলাই, ২০২৫: ছোটবেলায় আমরা ছত্রপতি শিবাজির আগ্রার বন্দিদশা থেকে ফলের ঝুড়িতে লুকিয়ে পালানোর ঐতিহাসিক কাহিনি পড়েছি। সেই অবিশ্বাস্য বুদ্ধিদীপ্ত কৌশলের ছোঁয়া যেন এবার বাস্তবে দেখা গেল ফ্রান্সের লিয়ঁ শহরের করবাস জেলে। এক বিচক্ষণ বন্দি তার বন্ধুর ব্যাগে লুকিয়ে নিশ্ছিদ্র প্রহরার চোখে ধুলো দিয়ে জেল থেকে পালাতে সক্ষম হয়েছে, যা জেল কর্তৃপক্ষকে হতবাক করে দিয়েছে।
শিবাজির ফল-ঝুরি কৌশলের আধুনিক সংস্করণ
ঘটনাটি ঠিক যেন একটি সিনেমার চিত্রনাট্য! জেলের ভেতরেই থাকা এক ২০ বছর বয়সী বিচক্ষণ বন্দি জানতে পারে যে, তার সঙ্গেই সাজা ভোগ করা আরেক বন্দির সাজার মেয়াদ শেষ হয়েছে এবং তার ছুটি হয়েছে। ছুটি পাওয়া বন্দি যখন তার জিনিসপত্র গুছিয়ে ব্যাগ নিয়ে জেল থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ওই ২০ বছরের বন্দি এক অভিনব উপায় বের করে। সে চুপিসারে তার ছুটি পাওয়া বন্ধুটির একটি বড় ব্যাগের ভেতরে ঢুকে পড়ে।
তারপর, অতন্দ্র প্রহরার চোখ এড়িয়ে, বন্ধুটি তার ব্যাগ নিয়ে স্বাভাবিকভাবেই জেল থেকে বেরিয়ে যায়। ব্যাগের ভেতরে লুকিয়ে থাকা ওই বন্দিও এভাবেই জেলের উচ্চ নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে পলায়নে সক্ষম হয়।
কর্তৃপক্ষের টনক নড়ল অনেক দেরিতে
জেল কর্তৃপক্ষ এই বন্দির পালানোর বিষয়টি অনেক পরে জানতে পারে। যখন দীর্ঘক্ষণ ধরে ওই তরুণ বন্দির দেখা মেলেনি এবং তাকে খুঁজে পাওয়া যায়নি, তখনই তাদের টনক নড়ে। অনেক খুঁজেও জেল চত্বরে ওই তরুণের কোনো সন্ধান মেলেনি। এরপরই স্পষ্ট হয় যে সে জেল থেকে পালিয়েছে।
কর্তৃপক্ষের স্বীকারোক্তি: ‘অবিশ্বাস্য গাফিলতি’
জেল কর্তৃপক্ষ এই ঘটনাটিকে তাদের চরম ভুল ও গাফিলতির ফল হিসেবে মেনে নিয়েছে। জেলের দায়িত্বে থাকা আধিকারিকরা জানিয়েছেন, তাঁরা এমন একটি ঘটনা যে ঘটতে পারে, তা একেবারেই আন্দাজ করতে পারেননি। কারণ, এমন ঘটনা তাঁরা এর আগে কখনও দেখেননি বা শোনেননি।
এই ঘটনা করবাস জেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে এবং এর ফলে কারাগারগুলোর নিরাপত্তা প্রটোকল পর্যালোচনা করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। শিবাজির কৌশলের এই আধুনিক সংস্করণ একদিকে যেমন কয়েদির বুদ্ধিমত্তার প্রমাণ, তেমনি অন্যদিকে জেলের নিরাপত্তা ব্যবস্থায় এক বিরাট ত্রুটিকে সামনে এনেছে।