পুজোর আগেই মিলবে সুখবর! বাড়ানো হবে লক্ষীর ভান্ডারের টাকা, মুখ্যমন্ত্রীর ইঙ্গিতেই বাড়ছে জল্পনা

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষের জন্য একের পর এক সুবিধাজনক সামাজিক প্রকল্প চালু হয়েছে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ বহু ভাতাভিত্তিক প্রকল্প রাজ্যের আর্থসামাজিক কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

বর্তমানে লক্ষ লক্ষ মানুষ প্রতিমাসে সরকারি ভাতা পেয়ে উপকৃত হচ্ছেন। বিশেষ করে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। এর মাধ্যমে সাধারণ জাতিভুক্ত মহিলারা মাসে ১০০০ টাকা এবং তপশিলি জাতিভুক্ত মহিলারা ১২০০ টাকা করে আর্থিক সাহায্য পান।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে খবর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বাড়তে চলেছে। দাবি করা হচ্ছে, আগামী আগস্ট মাস থেকেই সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১৮০০ টাকা করে পাবেন। যদিও সরকারিভাবে এই বিষয়ে এখনও কোনও অফিসিয়াল ঘোষণা হয়নি।

এক সাম্প্রতিক সরকারি সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার শুধুই একটি আর্থিক সহায়তা নয়, এটি রাজ্যের মহিলাদের সম্মান।” তিনি আরও জানান, এই ভাতা ধাপে ধাপে বাড়ানো হবে। এরপর থেকেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে যে, হয়তো পুজোর আগেই আসতে পারে এই ঘোষণার চমক।

যদিও একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে আগস্ট থেকে ভাতা বৃদ্ধির সম্ভাবনার কথা বলা হচ্ছে, তবু সরকারের তরফে এখনো পর্যন্ত কোনও লিখিত বা সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তাই কবে থেকে নতুন ভাতা কার্যকর হবে, তা নিশ্চিত নয়।

মমতা সরকারের একাধিক প্রকল্প ইতিমধ্যেই রাজ্যের লক্ষাধিক পরিবারের জীবনে আর্থিক সুরক্ষা এনেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সেই তালিকায় শীর্ষে। ভাতা বাড়ার সম্ভাবনা বাস্তবে রূপ পেলে তা অনেকের জন্যই হবে একটি বড় খুশির খবর। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখনও অপেক্ষায় থাকতে হবে রাজ্য সরকারের ঘোষণার।