গর্ভাবস্থায় স্পিড বোর্ডে চড়লেন অহনা? ভিডিও পোস্ট করে লিখলেন, ‘কী সাহস আমার…’

আর ক’টা দিনের অপেক্ষা। তারপরই অগস্ট মাসে মা হতে চলেছেন অহনা দত্ত। তবে অন্তঃসত্ত্বা হয়েও জীবনের গতি থামিয়ে দেননি তিনি। কাজ, ভ্রমণ, অ্যাডভেঞ্চার— সব কিছুই চালিয়ে যাচ্ছেন নিজের মতো করে। যেন বারবার বোঝাতে চাইছেন— গর্ভাবস্থা কোনও অসুস্থতা নয়, বরং জীবনের সবচেয়ে শক্তিশালী এক জার্নি!
এ বছরই সুখবরটা দেন অহনা। সমুদ্রসৈকত থেকে পোস্ট করা ছবির মাধ্যমে প্রেগন্যান্সির ঘোষণা করেন অভিনেত্রী। সেই সময় থেকেই শুরু হয় উদ্যাপন— স্বামী দীপঙ্কর দে-র সঙ্গে বেবিমুন, তারপরে টাকি ভ্রমণ, আর এবার স্পিডবোর্ড চড়ার ভিডিয়ো শেয়ার করে ফের চমকে দিলেন অনুরাগীদের।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, লাইফ জ্যাকেট পরে স্পিডবোর্ডে বসে সাহস জোগাচ্ছেন নিজেকে। কাউকে প্রশ্ন করছেন, “পড়ে যাব না তো?” উত্তর আসে, “না রে, শক্ত করে ধরে থাক।” এরপর চলতে শুরু করে স্পিডবোর্ড। বাতাসে চুল উড়ছে, মুখে চিৎকার— ভয় আর আনন্দের এক অদ্ভুত মিশেল!
ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে অহনা লেখেন,
“কিছু মাস আগের ভিডিয়ো। কী সাহস আমার।”যার মানে স্পষ্ট— তখনও তিনি ছিলেন গর্ভবতী।
নেটিজেনদের প্রশংসায় ভরে গেল কমেন্ট বক্স
“তোমার হাসি দেখে আমারও হাসি পেয়ে গেল।”“ভিডিয়োটা কতবার দেখলাম বাপ রে, হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেল।”“আমার তো দেখেই ভয় লাগছে।”“সেই সাহসী নারী।”এক কথায়, অহনার এই সাহসী এবং প্রাণবন্ত মাতৃত্ব যাত্রা মন ছুঁয়ে গেল অনুরাগীদের।
অহনার ব্যক্তিগত জীবনেও কম নাটক নেই। মায়ের অসম্মতিতে বিয়ে করেন দীপঙ্করের সঙ্গে, যিনি বয়সে অনেকটা বড়, ডিভোর্সি এবং ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মেকআপ আর্টিস্ট।
মাত্র ১৯ বছর বয়সে প্রেম শুরু, তারপর বিয়ে— আর আজ মা হতে চলেছেন। তবে এখনও মায়ের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়নি। অহনার মা চাঁদনী মেয়ের খবর রাখেন না বলেই জানা গিয়েছে।
নেটদুনিয়ায় অনেকের প্রিয় জুটি এখন অহনা ও দীপঙ্কর। তাঁদের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। এখন শুধু অপেক্ষা, অগস্টে তাঁদের জীবনে আসে ছোট্ট রাজপুত্র না রাজকন্যা।