বড় খবর! আপাতত পৃথিবীতে ফেরা হবে না শুভাংশুদের, কি হল হঠাৎ?

বড় আপডেট মহাকাশ অভিযানে। ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, যিনি সুনীতা উইলিয়ামসের মতো মহাকাশে সময় কাটাচ্ছেন, আপাতত পৃথিবীতে ফিরছেন না। আজ, ১০ জুলাই তাঁকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে ফিরিয়ে আনার কথা ছিল। কিন্তু সেই পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে।
গত ২৫ জুন, চারজন মহাকাশচারীর একটি দল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করেন। তাঁদের মধ্যে অন্যতম শুভাংশু শুক্লা। প্রায় ২৮ ঘণ্টার যাত্রা শেষে তাঁরা ২৬ জুন পৌঁছন ISS-এ। এই মিশনের সময়কাল ধরা হয়েছিল ১৪ দিন, যার মেয়াদ শেষ হচ্ছে ১০ জুলাই।
কিন্তু ইউরোপীয় স্পেস এজেন্সি (ESA)-র পক্ষ থেকে জানানো হয়েছে, এখনই তাঁদের পৃথিবীতে ফেরানো সম্ভব নয়। ১৪ জুলাইয়ের আগে শুভাংশু ও তাঁর দলের মিশন শেষ হচ্ছে না।
ফেরার নির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট করে জানানো হয়নি। তবে মহাকাশ গবেষণা সংস্থাগুলির অভ্যন্তরীণ সূত্র বলছে, কিছু প্রযুক্তিগত পর্যবেক্ষণ এবং নিরাপত্তাজনিত বিশ্লেষণ এখনো সম্পূর্ণ হয়নি। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মিশনের মেয়াদ বাড়ানো হয়েছে।
এছাড়া, মহাকাশযানটি পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য অনুকূল সময় ও আবহাওয়ার দিকটিও বিশেষভাবে গুরুত্ব পায়।
ইউরোপীয় স্পেস এজেন্সি জানিয়েছে, ১৪ জুলাইয়ের পর ফেরার পরিকল্পনা করা হতে পারে। তবে এখনও নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি। শুভাংশু শুক্লা ও তাঁর সঙ্গীরা মহাকাশ স্টেশনে একাধিক বৈজ্ঞানিক পরীক্ষা ও প্রযুক্তিগত বিশ্লেষণের কাজ করছেন।
এই মিশনে ভারতের প্রতিনিধি হিসেবে শুভাংশু শুক্লার অংশগ্রহণ এক ঐতিহাসিক অধ্যায়। তাঁর এই দীর্ঘ সময় মহাকাশে কাটানো নিঃসন্দেহে ভবিষ্যতের মহাকাশ অভিযানে ভারতের অংশগ্রহণ আরও গুরুত্বপূর্ণ করে তুলবে।