নবনীতার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কেটে গিয়েছে বেশ কয়েক বছর। সেই সময়ের পর থেকে অভিনেতা জিতু কমলের সঙ্গে একাধিক অভিনেত্রীর নাম জড়ালেও, সবই থেকে গিয়েছে জল্পনার পরিধিতেই। তবে এবার সব জল্পনার অবসান ঘটিয়ে এক অভিনব ভিডিয়ো পোস্ট করে চমকে দিলেন তিনি।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন জিতু। ভিডিয়োটিতে দেখা যায়, এক মহিলার অবয়ব—পেছন থেকে দেখা যাচ্ছে, পরনে শাড়ি। জিতু এসে তাকে আলতো করে জড়িয়ে ধরে বলতে শুরু করেন, “তোমার ওই দুটো চোখ পটল চেরা, অসম্ভব সুন্দর। সত্যি বলছি, বিশ্বাস করো। জনসমক্ষে আমি তোমাকে…”। কিন্তু তাঁর কথা শেষ হওয়ার আগেই ক্যামেরা চলে আসে ওই ‘মহিলা’র মুখের দিকে, আর সেখানেই ফাঁস হয়ে যায় আসল রহস্য।
আসলে, যে ‘মহিলা’কে জিতু জড়িয়ে ধরেছেন, তিনি কেউ নন, একটি ম্যানিকুইন! এই ভিডিয়োটা পুরোটা বানানো হয়েছে মজার ছলে। ক্যামেরা সামনে আসতেই হেসে ফেলেন জিতু এবং বলেন, “এ কী ভিডিয়ো করছ কেন?”
এই ভিডিও পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের তরফে কমেন্টে ভরে যায় পোস্টটি। কেউ মজার ছলে লেখেন, “অ্যাক্টিংটা আরও রোম্যান্টিক দরকার ছিল।” কেউ আবার তাঁর জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর পর্বকে টেনে এনে লেখেন, “আজকের এপিসোডে প্রপোজ করার দৃশ্যটা খুব কৃত্রিম লেগেছে। আপনার অভিনয় এতটাই ভালো লাগে যে প্রত্যাশাটাও বেশি থাকে। জানি সবটা আপনার হাতে নেই, ডিরেক্টরের কথামতো চলতে হয়। তবে ওঁকে একটু বোঝাবেন, Western স্টাইলের প্রপোজ বাংলার প্রেক্ষাপটে সবসময় মানায় না।”
একজন তো ম্যানিকুইনের জায়গায় নিজেকে কল্পনা করেই আবেগে ভেসে যান। লেখেন, “আহা! যদি ওই ম্যানিকুইনের জায়গায় আমি থাকতে পারতাম! মুখ থেকে একটা শব্দও বের হত না… এমন রোম্যান্টিক কথা শুনলে ভাষা হারিয়ে যেতাম।”
ভিডিয়োটির শেষে দর্শকদের হাসির খোরাক যেমন মিলেছে, তেমনই জিতুর অনুরাগীদের মনের মধ্যে জায়গা করে নিয়েছে তাঁর মজার এই রসিকতা।