প্রকাশে এল গৌরব-চিন্তামণির কন্যার প্রথম ঝলক! কার মতো দেখতে হল একরত্তিকে?

রথযাত্রার পবিত্র দিনে সুখবর ভাগ করে নিয়েছিলেন গৌরব মণ্ডল ও বিদেশিনী স্ত্রী চিন্তামণি ডায়না—বৃন্দাবনের বুকে জন্ম নিয়েছে তাঁদের কন্যা সন্তান। সেই দিন থেকেই অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ছোট্ট অতিথির প্রথম ঝলকের জন্য। আর এবার, সেই অপেক্ষার অবসান—সামনে এল খুদের প্রথম ছবি ও ভিডিও।

বুধবার চিন্তামণি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নেন একরত্তির কিছু মুহূর্ত। প্রথম স্টোরিতে দেখা যায়—বাবা গৌরবের কোলে খেলছে খুদে মেয়ে। একমনে মেয়ের সঙ্গে খেলছেন গৌরব, মুখে মুখে নানা ভঙ্গিমা করে হাসাচ্ছেন তাঁকে। আরেকটি স্টোরিতে, দেখা মেলে চিন্তামণির হাতে মেয়ের ছোট্ট হাত। বৃহস্পতিবার গৌরবও মেয়ের সঙ্গে কাটানো মুহূর্তের ভিডিও শেয়ার করেন—মেয়েকে কোলে নিয়ে আবেগে বলেন, “বাবা তোমায় খুব ভালোবাসে।”

গৌরবের স্টোরি

চিন্তামণি ডায়না—রাশিয়ার মেয়ে, কিন্তু হৃদয়ে রাধা-কৃষ্ণ। ছোটবেলা থেকেই কৃষ্ণভক্ত পরিবেশে বড় হওয়া, কারণ তাঁর বাবা-মা ইস্কনের সঙ্গে জড়িত। সেই সূত্রেই আসা ভারতে, তারপর এক আশ্চর্য মোড়—পরিচয় গৌরব মণ্ডলের সঙ্গে। ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয়, ২০২২ সালে আংটি বদল, আর ২০২৫ সালের জানুয়ারিতে বৃন্দাবনে সামাজিক বিয়ে।জুন মাসে তাঁদের জীবনে আসে নতুন আলো—তাঁদের প্রথম সন্তান, একটি কন্যা।

গৌরব মণ্ডলকে শেষবার দেখা গিয়েছিল ‘নয়নতারা’ ধারাবাহিকে। একসময় টেলি অভিনেত্রী জেসমিন রায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চর্চা হয়েছিল, যা শেষ হয় করোনা কালে। বর্তমানে গৌরব ও চিন্তামণি দুজনেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তাঁরা তাঁদের জীবনের নানা মুহূর্ত, বিশেষ করে নাচ ও পারিবারিক মুহূর্তগুলি শেয়ার করেন ভক্তদের সঙ্গে।

মেয়েটির মুখ এখনও পুরোপুরি দেখা না গেলেও, ভক্তরা অধীর অপেক্ষায়—সে কার মতো দেখতে? গৌরব না চিন্তামণি? তবে গৌরব বা চিন্তামণি কেউই এখনও সম্পূর্ণ ছবি প্রকাশ্যে আনেননি। হয়তো সময় আসলেই সেই শুভ মুহূর্তও ভাগ করে নেবেন।

Related Posts

© 2025 News - WordPress Theme by WPEnjoy