“মেয়েকে আরজি কর করে দেব” চিপস চুরির অপবাদে মৃত্যু কিশোরের মাকে হুমকি পুলক ও তার দলবলের

পাঁশকুড়ায় চিপস চুরির অপবাদে হেনস্থার শিকার হয়ে আত্মঘাতী হওয়া সপ্তম শ্রেণির ছাত্রের পরিবার এবার নতুন হুমকির মুখে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন মৃত ছাত্রের মা। রাজ্য পুলিশের হোমগার্ড পুলক গোস্বামী ও তাঁর পরিবার সহ ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

নিহত ছাত্রের মা দাবি করেছেন, পুলক গোস্বামী তাঁদের বাড়িতে এসে মামলা তুলে নিতে চাপ দেন। তিনি বলেন,“শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলা তুলে নিতে হবে, না হলে খুন করে দেব। ছেলে তো মরে গিয়েছে, এবার মেয়েকে আরজি কর করব।”এই অভিযোগে পরিবারে চরম আতঙ্ক ছড়িয়েছে।

কী ঘটেছিল মে মাসে?
মে মাসে পাঁশকুড়ায় এক সপ্তম শ্রেণির ছাত্র আত্মঘাতী হয়, যার সুইসাইড নোটে লেখা ছিল:“মা, আমি বলে যাচ্ছি কুড়কুড়িটা আমি চুরি করিনি। ওটা রাস্তায় পড়ে ছিল।”
এই নোটের ছবি ভাইরাল হতেই রাজ্য জুড়ে সমবেদনার ঢল নামে। জানা যায়, সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের একটি দোকানের সামনে ওই চিপসের প্যাকেট কুড়িয়ে পেয়েছিল শিশুটি। বাড়ি ফেরার পথে শুভঙ্কর তাকে ধরে প্রকাশ্যে হেনস্থা ও মারধর করে। অপমান ও চুরির মিথ্যে অভিযোগের ভারে শিশুটি আত্মঘাতী হয়।ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠলেও জনরোষ ও চাপের মুখে অবশেষে শুভঙ্কর দীক্ষিতকে গ্রেফতার করে পুলিশ।

এবার সেই মামলার সূত্র ধরে আবার প্রাণনাশ ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ সামনে এল। নিহত ছাত্রের মা জানিয়েছেন, তিনি ও তাঁর নাবালিকা মেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।ঘটনার পর পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলকসহ ৮ জনের বিরুদ্ধে।

অভিযুক্ত হোমগার্ড পুলক গোস্বামী অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। পাঁশকুড়া থানার পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বহু মানুষ প্রশ্ন তুলেছেন—এবার কি মৃতের পরিবারও সুবিচার পাবে, নাকি ফের শুরু হবে টালবাহানা?