মুকেশ আম্বানির মাস্টারস্ট্রোক, ভারতে কি Petrol, Diesel-এর দাম কমবে?

ভারতের অন্যতম বৃহৎ তেল শোধনকারী সংস্থা নায়রা এনার্জি শিগগিরই মালিকানা পরিবর্তনের পথে হাঁটতে পারে। এই সংস্থা বছরে প্রায় ২ কোটি টন তেল শোধন করে এবং দেশের বিস্তীর্ণ জুড়ে পরিচালনা করে ৬,৭৫০টিরও বেশি পেট্রোল পাম্প।
এই সংস্থার ৪৯.১৩ শতাংশ অংশীদার রাশিয়ান তেল সংস্থা রোজনেফট অয়েল কোম্পানি। এবার সেই অংশীদারিত্বই নাকি বিক্রি করে দিতে পারে রোজনেফট। আর এই সম্ভাব্য বিক্রির দিকেই নজর রেখেছে মুকেশ অম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এমনই দাবি একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপ ও আমেরিকার চাপানউতোরে বেশ কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে রোজনেফট। এই পরিস্থিতিতে, ভারতের মতো গুরুত্বপূর্ণ বাজার থেকেও তারা নিজেদের লভ্যাংশ দেশে ফিরিয়ে নিতে পারছে না বলে জানা যাচ্ছে। ফলে, ভারতে থাকা শেয়ার বিক্রি করে বেরিয়ে আসার পরিকল্পনা করছে সংস্থাটি।
সূত্রের খবর, রোজনেফট ইতিমধ্যেই রিলায়েন্সের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু করেছে। এমনকি নায়রা এনার্জির বর্তমান মূল্যমান (valuation) ১৭ বিলিয়ন ডলারে নামিয়ে আনার প্রস্তাবও এসেছে। যদিও রিলায়েন্স আরও বিশদ আলোচনা করতে চাইছে বলে জানা গিয়েছে।
এই প্রসঙ্গে এখনো রোজনেফট বা রিলায়েন্স কোনও সরকারি বিবৃতি দেয়নি। তবে আলোচনার অগ্রগতি হলে এটি ভারতের জ্বালানি খাতে এক বড়সড় চুক্তি হতে পারে বলে মনে করছে শিল্প মহল।
বিশেষজ্ঞদের মতে, যদি রিলায়েন্স এই চুক্তিতে সামিল হয়, তবে ভবিষ্যতে ভারতের পরিশোধিত তেলের সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হতে পারে। এমনকি দীর্ঘমেয়াদে তেলের খুচরো দামে কিছুটা স্বস্তি পেতেও পারেন সাধারণ মানুষ।
এই সম্ভাব্য চুক্তি ঘিরে এখন ব্যবসায়িক জগতে শুরু হয়েছে জোর জল্পনা। এবার দেখার, কী সিদ্ধান্ত নেয় রোজনেফট ও কীভাবে রিলায়েন্স সেই সুযোগ কাজে লাগায়।