শেষ বিদায়ে শেফালীর অস্থি বুকে চেপে কান্নায় ভেঙে পড়লেন স্বামী, চোখ ভিজলো অশ্রুজলে

অকালপ্রয়াত অভিনেত্রী শেফালী জারিওয়ালাকে গত রবিবার মুম্বইয়ের জুহু সমুদ্র সৈকতে শেষ বিদায় জানানো হয়েছে। তার স্বামী পরাগ ত্যাগী আবেগঘন পরিবেশে শেফালীর চিতাভস্ম সমুদ্রে ভাসিয়ে দেন। এ সময় তাদের পরিবারের সদস্য, প্রিয়জন এবং অসংখ্য শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন, যারা প্রিয় অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, শেফালীর স্বামী পরাগ ত্যাগী এদিন ছিলেন অত্যন্ত আবেগপ্রবণ। স্ত্রীর চিতাভস্ম সমুদ্রে ভাসিয়ে দেওয়ার মুহূর্তে তিনি অস্থিগুলো বুকে শক্ত করে চেপে ধরে রাখেন এবং কান্নায় ভেঙে পড়েন। আরেকটি ভিডিওতে শেফালীর অস্থি বিসর্জনের দৃশ্য ধরা পড়েছে, যেখানে পরাগকে নিজেকে সামলাতে রীতিমতো হিমশিম খেতে দেখা যায়। তার শোকাহত মুখ দেখে উপস্থিত সকলের চোখেই জল চলে আসে।

গত শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪২ বছর বয়সে আকস্মিকভাবে প্রয়াত হন জনপ্রিয় অভিনেত্রী শেফালী জারিওয়ালা। পরদিন সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তার এই অপ্রত্যাশিত প্রয়াণ বিনোদন জগতে শোকের ছায়া নামিয়েছে।

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাঁটা লাগা’ গানটি শেফালী জারিওয়ালাকে রাতারাতি তারকা খ্যাতি এনে দিয়েছিল। সেই গানের সঙ্গে তার প্রাণবন্ত নাচ এবং আকর্ষণীয় উপস্থিতি তাকে একবিংশ শতাব্দীর শুরুর দশকে ডিস্কো এবং মিউজিক ভিডিওর আইকনে পরিণত করে। অনেকেই বলছেন, ডিস্কোতে আগুন ধরিয়ে দেওয়া সেই প্রাণবন্ত তরুণীর এভাবে হঠাৎ চলে যাওয়া মেনে নেওয়া সত্যিই কঠিন।

তবে শেফালী শুধু ‘কাঁটা লাগা’ গানেই সীমাবদ্ধ ছিলেন না। এরপর তিনি বহু ছবি এবং সিরিজে অভিনয় করেছেন। জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো ‘নাচ বলিয়ে’-তে স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে অংশ নিয়েছিলেন। এছাড়া, জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এর মতো প্ল্যাটফর্মেও তাকে দেখা গেছে, যেখানে তার ব্যক্তিত্ব দর্শকদের মুগ্ধ করেছিল। বড়পর্দায় তিনি ‘মুঝসে শাদি করোগি’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন।

শেফালী জারিওয়ালার আকস্মিক প্রয়াণ তার ভক্ত ও সহকর্মীদের মধ্যে গভীর শূন্যতা তৈরি করেছে। তার কর্মময় জীবন এবং প্রাণবন্ত স্মৃতি চিরকাল দর্শকদের মনে অম্লান থাকবে।