‘হেরা ফেরি ৩’ এ ফিরছে বাবু ভাইয়া? ইঙ্গিত দিয়ে যা বললেন পরেশ রাওয়াল

‘হেরা ফেরি’ মানেই বাবু ভাইয়া, রাজু আর শ্যামের দুর্দান্ত কেমিস্ট্রি। দর্শকের হৃদয়ে গাঁথা এই ত্রয়ীর মধ্যে যদি কেউ অনুপস্থিত থাকেন, সেটা মেনে নেওয়া কঠিন। তাই যখন খবর ছড়ায় যে ‘হেরা ফেরি ৩’-তে নাকি থাকছেন না পরেশ রাওয়াল, সোশ্যাল মিডিয়ায় শুরু হয় চরম উত্তেজনা। ভক্তরা যেমন ক্ষোভে ফেটে পড়েন, তেমনই অনেক তারকাও প্রশ্ন তোলেন—”বাবু ভাইয়া ছাড়া হেরা ফেরি?”
তবে অবশেষে ভক্তদের স্বস্তির নিঃশ্বাস! এক সাম্প্রতিক সাক্ষাৎকারে নিজেই স্পষ্ট করলেন পরেশ রাওয়াল—”সব জটিলতা মিটে গেছে, এখন আর কোনও সমস্যা নেই।” অর্থাৎ, ‘হেরা ফেরি ৩’-তে তিনি থাকছেন, এবং বাবু ভাইয়ার চরিত্রে ফের একবার হাসির বন্যা বইয়ে দেবেন।
পরেশ রাওয়াল বলেন,”না, এখন আর কোনও সমস্যা নেই। যখন কোনও জিনিস এত মানুষের আনন্দের বিষয় হয়ে দাঁড়ায়, তখন আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হয়। মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। তাঁরা আমাদের ভালোবাসেন বলেই এই কাজটা আমাদের এতদূর পৌঁছে দিয়েছে। তাই শুধু মজা নয়, দায়িত্ব নিয়েই কাজ করতে হবে। এখন সব মিটে গেছে।”
তিনি আরও জানান,”আমি তো প্রথম থেকেই ছবির অংশ ছিলাম। এখনও আছি। মাঝেমধ্যে কিছু বিষয়ে সমঝোতা দরকার হয়, একটু সূক্ষ্ম সমন্বয় লাগে। সবাই সৃজনশীল মানুষ—প্রিয়দর্শন, অক্ষয়, সুনীল—ওরা আমার বহু বছরের বন্ধু। ফলে সব কিছু এখন ঠিকঠাক।”
Exclusive : Babu Rao aka @SirPareshRawal confirmed that #HeraPheri3 is going to happen for sure !!
Can’t wait for the internet blast 🔥🏌🏻 #AkshayKumar pic.twitter.com/ThZosRxZeQ
— Kapil`ॐ (@iAKsSaviour) June 29, 2025
এই সাক্ষাৎকার ভাইরাল হতেই যেন স্বস্তি ফিরেছে দর্শকদের মধ্যে। এক ইউজার ভিডিওটি শেয়ার করে লেখেন,“আজকের সেরা খবর! হেরা ফেরি ৩-তে আবার একসঙ্গে অক্ষয়, সুনীল, আর বাবু ভাইয়া! অপেক্ষা আর সহ্য হচ্ছে না।”
এমনকী অভিনেত্রী সোনাক্ষী সিনহাও কিছুদিন আগে বলেছিলেন,”পরেশ রাওয়াল ছাড়া ‘হেরা ফেরি ৩’ ভাবাই যায় না।”
পরেশ রাওয়ালের ইঙ্গিত পরিষ্কার—‘হেরা ফেরি ৩’-তে ফিরছেন বাবু ভাইয়া। আর তাঁর উপস্থিতিতে ছবির হাস্যরস যে ফের পুরনো জাদু ফিরিয়ে আনবে, তাতে আর সন্দেহ থাকে না।
ভক্তদের অপেক্ষা এখন একটাই—কবে মুক্তি পাবে ‘হেরা ফেরি ৩’?