‘কোথায় লুকিয়ে দিলেন ওই ছাত্রীকে?’ পুলিশের দিকে সরাসরি আঙুল শুভেন্দুর

কসবা গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে আজ ফের উত্তাল হলো রাজ্য রাজনীতি। কলকাতার গোলপার্কে বিজেপির ‘কন্যা সুরক্ষা যাত্রা’ থেকে পুলিশের দিকে সরাসরি একটি বিস্ফোরক প্রশ্ন ছুঁড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মঞ্চ থেকে চিৎকার করে প্রশ্ন করেন, ‘কোথায় লুকিয়ে দিলেন ওই নির্যাতিতা ছাত্রীকে?’
কসবা আইন কলেজের ছাত্রীর ওপর নৃশংসতার প্রতিবাদে রাজ্যজুড়ে নিজেদের আন্দোলন আরও তীব্র করেছে বিজেপি। এরই অঙ্গ হিসেবে আজ গোলপার্কে প্রতিবাদ সভার আয়োজন করা হয়, যেখানে তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু।
শুভেন্দুর এই প্রশ্নটি তাৎক্ষণিকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। তিনি অভিযোগ করেন, মামলার তদন্তে স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে না এবং নির্যাতিতা ছাত্রীকে ইচ্ছাকৃতভাবে আড়ালে রাখা হয়েছে। তিনি বলেন, “মেয়েটি এখন কোথায়? কার জিম্মায় রয়েছে? কেন তাকে সবার সামনে আনা হচ্ছে না? তার বয়ান প্রকাশ্যে আসা উচিত।” তাঁর এই প্রশ্ন পরোক্ষভাবে পুলিশ ও প্রশাসনের ভূমিকার ওপর গুরুতর সন্দেহ প্রকাশ করে।
শুভেন্দু তাঁর ভাষণে তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘নারী সুরক্ষা’ নিয়ে ব্যর্থতার অভিযোগ তোলেন এবং ‘মমতা হটাও, কন্যা বাঁচাও’—এর মতো স্লোগান দেন। তিনি বলেন, “যে রাজ্যে ছাত্রীরা শিক্ষাঙ্গনে নিরাপদ নয়, সেখানে আইন-শৃঙ্খলার কোনো অস্তিত্ব নেই।”
শুভেন্দু অধিকারীর এই বিস্ফোরক প্রশ্নের পর কলকাতা পুলিশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি, যা এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপান-উতোর আরও বাড়িয়ে দিয়েছে।