বুর্জ খালিফা, ডিজনিল্যান্ডের পর এবার বিরাট চমক শ্রীভূমির দুর্গাপুজোয়, ক্লাবের থিম কী?

দুর্গাপুজোর আগেই শুরু হয়ে যায় কলকাতার প্যান্ডেল নিয়ে জল্পনা, আর সেই তালিকায় শীর্ষে থাকেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রতিবছরই থিমের দৃষ্টিনন্দন ভাবনায় দর্শকদের চমকে দেয় ভিআইপি রোড লাগোয়া এই ক্লাব। ২০২৫ সালের পুজোতেও সেই রীতি বজায় থাকল। রথযাত্রার দিন রবিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল শ্রীভূমির দুর্গোৎসবের প্রস্তুতি, আর সঙ্গেই প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত থিম।

এবার শ্রীভূমির থিম—নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির।

দর্শনীয় ও স্থাপত্যশৈলীতে অসামান্য এই মন্দির মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত। শ্বেতপাথরে নির্মিত বিশাল মন্দিরটি বিশ্ব জুড়ে হিন্দু ধর্মীয় সৌধগুলোর মধ্যে অন্যতম। সৌন্দর্য, কারুকাজ, স্থাপত্য আর আধ্যাত্মিক আবহ—সব মিলিয়ে এক মহার্ঘ অনুভব এনে দেয় এই মন্দির দর্শন। এবার সেই অনুপ্রেরণাতেই মণ্ডপ তৈরি হচ্ছে শ্রীভূমিতে।

বিশেষ কী এই মন্দিরে?
শুধু শ্বেতপাথরের রাজকীয়তা নয়, মন্দিরের প্রবেশপথেই রয়েছে অসংখ্য হাতির মূর্তি, যাঁদের পিঠে রয়েছে সোনার কাজ। শিল্পকলার নিখুঁত কারুকার্য ও নান্দনিক উপস্থাপন এই মন্দিরকে দিয়েছে অন্য মাত্রা। উদ্যোক্তাদের দাবি, সেই অভিজ্ঞতাকেই কলকাতায় এনে দেওয়ার পরিকল্পনায় তারা এক বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন।

শ্রীভূমির পুজোর অন্যতম আয়োজক রাজ্যের মন্ত্রী সুজিত বসু নিজেই জানালেন,
“প্রতিবছর দর্শকদের জন্য কিছু নতুন দেওয়ার চেষ্টা করি। এবারের থিমে যেমন আধ্যাত্মিকতা রয়েছে, তেমনই রয়েছে আন্তর্জাতিক রেফারেন্স ও স্থাপত্যর সৌন্দর্য। আশা করি, এবারও দর্শকরা নিরাশ হবেন না।”

আগের বছরগুলিতে তিরুপতি বালাজি, বুর্জ খালিফা থেকে ডিজনিল্যান্ড—সব থিমেই দর্শনার্থীদের ভিড় ছিল উপচে পড়ার মতো। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে, ট্রাফিক সামলাতে গিয়ে নাকানিচোবানি খেতে হয়েছিল পুলিশকে। উদ্যোক্তাদের বিশ্বাস, এবারেও তার ব্যতিক্রম হবে না।

যদিও দুর্গাপুজো এখনও তিন মাস দূরে, তবে মহালয়ার আগেই প্যান্ডেলপ্রেমীরা ভিড় জমান শ্রীভূমির প্যান্ডেলে। এই বছরও সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকেই সেই চেনা ভিড় শুরু হবে বলেই মনে করছেন আয়োজকরা।

এক নজরে:

থিম: নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির

উদ্যোক্তা: শ্রীভূমি স্পোর্টিং ক্লাব

আর্কিটেকচারাল ফোকাস: শ্বেতপাথরের নির্মাণ, সোনার কারুকাজ, হাতির মূর্তি

পুজোর সময়কাল: সেপ্টেম্বরের শেষ সপ্তাহ (মহালয়ার পর থেকেই ভিড় শুরু হওয়ার সম্ভাবনা)

এ বছরও শ্রীভূমির প্যান্ডেল যে ভিড় টানবে, সে কথা আর বলার অপেক্ষা রাখে না!