শিয়ালদায় টানা ১০ ঘণ্টা বহু লোকাল ট্রেন বাতিল, দেখেনিন বাতিল ট্রেনের তালিকা
June 27, 2025

ফের ভোগান্তির মুখে পড়তে চলেছেন শিয়ালদা মেইন ও বনগাঁ লাইনের লোকাল ট্রেন যাত্রীরা। শিয়ালদা ডিভিশনে শিয়ালদা-ডিভিশন ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত একগুচ্ছ ট্রেন বাতিল করা হচ্ছে এবং অনেক ট্রেনের রুট কমানো হয়েছে।
কখন এবং কেন ট্রেন চলাচল নিয়ন্ত্রিত হবে?
পূর্ব রেলওয়ে জানিয়েছে, শিয়ালদা-দমদম জংশন শাখায় ৩ নম্বর ও ২৭ নম্বর ব্রিজে ‘রিগার্ডারিং’-এর কাজের জন্য আপ ও ডাউন সাবার্বান লাইনে ১০ ঘণ্টার জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই কারণে শনিবার, ২৮শে জুন রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার, ২৯শে জুন সকাল ৮টা ১৫ মিনিট পর্যন্ত ট্রেন পরিষেবা নিয়ন্ত্রিত হবে। নির্ধারিত সময়ের পর ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
কোন কোন ট্রেন বাতিল ও রুট সংক্ষিপ্ত?
বাতিল হওয়া ট্রেনগুলি হলো:
- শিয়ালদা-নৈহাটি আপ ও ডাউনের ৮টি ট্রেন
- শিয়ালদা-রানাঘাট আপ ও ডাউনের ৬টি ট্রেন
- শিয়ালদা-ব্যারাকপুর আপ ও ডাউনের একগুচ্ছ ট্রেন
- শিয়ালদা-বনগাঁ আপ ও ডাউনের কিছু ট্রেন
- বারাসাত-দত্তপুকুর আপের কিছু ট্রেন
- শিয়ালদা-দত্তপুকুর আপ ও ডাউনের বেশ কিছু ট্রেন
এছাড়াও, নিম্নলিখিত লাইনের কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে:
- গেদে-শিয়ালদা
- শিয়ালদা-গেদে
- শিয়ালদা-বনগাঁ
- হাসনাবাদ
- শান্তিপুর
- কৃষ্ণনগর
- বারাসাত
- দত্তপুকুর
যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য পূর্ব রেলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। যাত্রীদের যাত্রা শুরুর আগে ট্রেনের পরিবর্তিত সময়সূচী ও রুট সম্পর্কে খোঁজ নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।