লেট নাইট পার্টির পর ১৩ তলা থেকে পড়ে মৃত্যু তরুণীর, ঘটনায় ঘনাচ্ছে রহস্য

বন্ধুদের সঙ্গে পার্টির কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন এক তরুণী। কিন্তু পার্টির পর এক নির্মীয়মাণ বহুতলের ১৩ তলা থেকে পড়ে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর পারাপ্পানা আগ্রাহারা থানা এলাকায়, যা ঘিরে রহস্য দানা বেঁধেছে।
পুলিশ সূত্রে খবর, ২০ বছর বয়সী ওই তরুণী একদল বন্ধুর সঙ্গে পার্টি করতে গিয়েছিলেন। পার্টি শেষে তাঁরা একটি নির্মীয়মাণ বহুতলের ছাদে যান। তরুণীর সঙ্গে থাকা বন্ধুদের প্রাথমিক দাবি, রিল শুট করার সময় লিফটের জন্য তৈরি ফাঁকা জায়গা দিয়ে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান।
তবে অসমর্থিত সূত্র থেকে ভিন্ন একটি তথ্য পাওয়া যাচ্ছে। জানা গেছে, ছাদে যাওয়ার পর ওই তরুণীর সঙ্গে তাঁর এক ‘বিশেষ বন্ধুর’ কথা কাটাকাটি হয়েছিল। এরপরই তিনি ছাদের ধারে গিয়ে রিল শুট করতে শুরু করেন এবং তখনই অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটে। কিন্তু পুলিশ সূত্রে খবর, তরুণীর মোবাইলে এমন কোনো রিল শুটের ভিডিও মেলেনি, যা বন্ধুদের দাবিকে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ করছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি একটি দুর্ঘটনা। তবে ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। পুলিশ এখন ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিস্তারিত অনুসন্ধান চালাচ্ছে।