কেন বারবার বিয়ে করে আমির খান? অবশেষে মুখ খুললেন সালমান খান! বললেন….

কপিল শর্মা মানেই হুল্লোড়, আর সঙ্গে যদি থাকেন বলিউডের ভাইজান সালমান খান, তাহলে তো জমে যাবে জমজমাট! হ্যাঁ, জনপ্রিয় কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ আবার পর্দায় ফিরছে, আর তৃতীয় সিজনের প্রথম পর্বেই অতিথি হিসেবে থাকছেন সালমান খান।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে একাধিক প্রোমো, যেখানে দেখা যাচ্ছে কপিল ও সালমানকে পুরোদমে মজার মুডে। কথায় কথায় হালকা মস্করা, তার মধ্যে আবার জড়িয়ে পড়লেন আমির খানও!

প্রোমোতে কপিল যখন মজা করে সালমানকে জিজ্ঞাসা করেন, “তোমার জীবনে কি কোনও গৌরী আছে?”, তখন সালমান হেসে বলেন,
“আমিরের গল্পটা আলাদা। ও দারুণ মানুষ। গোটা দুনিয়া জানে, ও একজন পারফেকশনিস্ট। যতক্ষণ না ওর বিয়ে নিখুঁত হচ্ছে, ততক্ষণ সে চালিয়ে যাবে। এবার মনে হচ্ছে, এটা ওর শেষ। এবার ঠিক নিখুঁত হবেই!”
এই উত্তর শুনে মঞ্চে উপস্থিত সবাই হেসে গড়াগড়ি খান।

অর্চনা পূরণ সিং যখন সালমানকে প্রশ্ন করেন, “আপনি বিয়ে করছেন না কেন?”, তখন ভাইজান উত্তর দেন,
“আমি যদি বিয়ে করি, আপনাদের কী লাভ? ফুলশয্যা করব, আর আপনাদের ভালো লাগবে? শুধু আপনাদের খুশি করার জন্য আমি নিজেকে শেষ করে দেব?”
এই কথা শুনেও হাসিতে ফেটে পড়েন দর্শকরা।

১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেন আমির খান। তাঁদের দুই সন্তান — জুনায়েদ ও আয়রা। ২০০২ সালে বিচ্ছেদ হয় তাঁদের। এরপর ২০০৫ সালে কিরণ রাওয়ের সঙ্গে ঘর বাঁধেন আমির, তাঁদের সন্তান আজাদ রাও খান। তবে ২০২১-এ দ্বিতীয় বিয়েও ভেঙে যায়।

বর্তমানে গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন আমির। চলতি বছরের মার্চ মাসে নিজের ৬০তম জন্মদিনে বান্ধবীকে জনসমক্ষে আনেন তিনি।

সংক্ষেপে বললে, সালমানের ঠাট্টা, কপিলের কথার ঝলকানি আর আমিরের ব্যক্তিগত জীবন—সব মিলিয়ে জমে উঠেছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-র নতুন অধ্যায়। দর্শকদের এখন শুধু অপেক্ষা, কখন আসবে সেই প্রথম পর্ব!