হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা! খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, আহত ১৭

মঙ্গলবার সকালে এক বিভীষিকাময় দুর্ঘটনার সাক্ষী হলো হিমাচল প্রদেশের মান্ডি জেলা। পাত্রিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল একটি যাত্রীবোঝাই বাস, যার ফলে গুরুতর আহত হয়েছেন অন্তত ১৭ জন যাত্রী। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।
আকস্মিক পতন: জাহু থেকে মান্ডিগামী বাসে বিপর্যয়
জানা গেছে, এদিন সকালে বাসটি জাহু থেকে মান্ডির দিকে যাচ্ছিল। পথেই, পাত্রিঘাটের কাছে আচমকাই চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি সজোরে খাদে ছিটকে পড়ে। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, বাসের একাধিক অংশ দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। আহতদের সঙ্গে সঙ্গেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে এবং খাদে পড়ে থাকা বাসটিকে তোলার চেষ্টা করা হচ্ছে।
তদন্ত শুরু: দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ
কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে চালকের গাফিলতি, যান্ত্রিক ত্রুটি নাকি রাস্তার অবস্থার কারণে দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
হিমাচলের পাহাড়ি রাস্তায় বাস দুর্ঘটনার ঘটনা নতুন নয়, তবে এই ঘটনা আবারও সড়কে নিরাপত্তার প্রশ্ন সামনে নিয়ে এসেছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে প্রশাসন, এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য চলছে নিবিড় তদন্ত।