জারি হাই অ্যালার্ট! “বাড়ি থেকে বেরোবেন না…”, তেহরান-নিবাসী ভারতীয়দের ‘বড়’ বার্তা দূতাবাসের

ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘাতের আবহে তেহরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস পর পর বেশ কিছু জরুরি নির্দেশিকা জারি করেছে।

দূতাবাস তাদের সমাজমাধ্যম হ্যান্ডেলের মাধ্যমে তেহরানে বসবাসরত সকল ভারতীয়কে অবিলম্বে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে তাদের ঠিকানা এবং ফোন নম্বর জমা দিতে অনুরোধ করেছে। এর পাশাপাশি, আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকায় ভারতীয় নাগরিকদের অযথা বাড়ির বাইরে বের না হতে, সর্বক্ষণ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে এবং স্থানীয় প্রশাসনের উপর ভরসা রাখতে বলা হয়েছে। যারা নিজেদের উদ্যোগে তেহরান ছাড়তে সক্ষম, তাদের নিরাপদ আশ্রয় খোঁজার পরামর্শও দেওয়া হয়েছে।

ইজরায়েল ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলায় জনজীবন বিপর্যস্ত। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেহরান ছেড়ে যাওয়ার জন্য আবেদন করেছিলেন, যার পর থেকেই ইরানের রাজধানী জুড়ে এক অস্থিরতা বিরাজ করছে। এই পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকেও কার্যত তেহরান ছাড়ার একই অনুরোধ করা হয়েছে।

সাম্প্রতিকতম ঘটনায়, ইজরায়েল ইরানের রাষ্ট্রীয় সংবাদ অফিসে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এই হামলার পর ইরানের প্রতিশোধ স্পৃহা আরও বেড়েছে বলে সূত্রের খবর, যা ভারতেও শঙ্কার মেঘ তৈরি করেছে।

ইরানে ভারতীয়দের চিত্র: বেশিরভাগই পড়ুয়া, আটকে বাঙালিও
এক পরিসংখ্যান অনুযায়ী, ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের মধ্যে বেশিরভাগই হলেন শিক্ষার্থী। ইরানে মোট প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক বসবাস করেন, যার মধ্যে প্রায় ৪ হাজার জনই জম্মু-কাশ্মীরের বাসিন্দা।

এই অস্থির পরিস্থিতিতে একজন বাঙালিও এক্সপিডিশনের কাজে গিয়ে ইরানে আটকা পড়েছেন বলে জানা গেছে। তিনি প্রতিনিয়ত দেশে ফেরার চেষ্টা করছেন, কিন্তু বিমান পরিষেবা বন্ধ থাকায় কার্যত ঘরবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। তার পরিবারের সদস্যরাও তাকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

ভারত সরকার এই পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছে এবং ইরানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে চিন্তাভাবনা করছে।