ইসরায়েলে পাল্টা হামলা চালাতে প্রায় ১০০ ড্রোন পাঠিয়েছে ইরান, বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা?

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত। শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পর, ইরান পাল্টা জবাব দিতে প্রায় ১০০টি ড্রোন ইসরায়েলের দিকে পাঠিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা এসব ইরানি ড্রোন ভূপাতিত করতে কাজ করছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যে এক সর্বাত্মক যুদ্ধের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সাংবাদিকদের বলেন, “ইসরায়েলের ভূখণ্ডের দিকে প্রায় ১০০টি ড্রোন পাঠিয়েছে ইরান, যেগুলো আমরা প্রতিহত করার চেষ্টা করছি।” তিনি আরও জানান, আজ ভোররাতে ইরানে ইসরায়েলি হামলায় ২০০টি যুদ্ধবিমান অংশ নেয়, যেগুলো দেশটির ভেতরে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
একজন অজ্ঞাতনামা ইসরায়েলি সামরিক কর্মকর্তা ‘টাইমস অব ইসরায়েল’ পত্রিকাকে জানিয়েছেন, ইরানজুড়ে আজ পাঁচটি ধাপে হামলা চালিয়েছে ইসরায়েল। অন্তত আটটি শহরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এই হামলার তীব্রতা এবং ব্যাপকতা প্রমাণ করে যে, ইসরায়েল এক সুপরিকল্পিত অভিযান চালিয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল ডেফরিন আরও জানান, গত রাতের ইসরায়েলি হামলায় ইরানের সামরিক নেতৃত্বের গুরুতর ক্ষতি হয়েছে। এই হামলায় ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ, ইসলামিক রেভল্যুশনারি গার্ডের প্রধান এবং ইরানের জরুরি কমান্ডের প্রধান নিহত হয়েছেন। এই শীর্ষ কর্মকর্তাদের নিহত হওয়ার খবর ইরানের সামরিক সক্ষমতার ওপর বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলের এই হামলার পর ইরানের শতাধিক ড্রোন ইসরায়েলের দিকে আসার ঘটনা মধ্যপ্রাচ্যে এক চূড়ান্ত সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। উভয় পক্ষই রণংদেহী মেজাজে থাকায় আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চরম ঝুঁকির মুখে। বিশ্বজুড়ে এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, কারণ এই সংঘাতের পরিণতি সুদূরপ্রসারী হতে পারে।
মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, কারণ উত্তেজনা যেভাবে বাড়ছে, তাতে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তীব্র।