দেবের লুক নয়, বরং নজর কেড়েছে ‘চাড্ডি’! জানেন অভিনেতার পরনের অন্তর্বাসের দাম কত?

অভিনেতা দেব, যিনি সম্প্রতি তাঁর আসন্ন ছবি ‘রঘু ডাকাত’-এর শ্যুট শেষ করেছেন, তাঁর নতুন লুকের ছবি দিয়ে নেটপাড়ায় ঝড় তুলেছেন। তবে এই লুক বদলের চেয়েও বেশি আলোচনায় এসেছে তাঁর পরনে থাকা একটি অন্তর্বাস, যাকে টলিউড তারকা নিজেই মজা করে ‘চাড্ডি’ বলেছেন। এই ‘চাড্ডি’র দাম নিয়েই এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া।

দেবের ফ্যানপেজ থেকে শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে, অভিনেতা একটি ট্রিমার হাতে নিয়ে আছেন এবং তাঁর পরনে রয়েছে একটি অন্তর্বাস। জানা গেছে, এটি আরমানি ব্র্যান্ডের অন্তর্বাস, যার তিনটির একটি সেটের দাম ৬,১৫৫ টাকা। অর্থাৎ, একেকটি অন্তর্বাসের দাম ২ হাজার টাকার সামান্য বেশি। আর এই দাম নিয়েই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য এবং আলোচনা চলছে।

বর্তমানে দেবকে টলিপাড়ার ‘সবচেয়ে দামি’ অভিনেতা বললেও ভুল বলা হয় না। যেখানে বেশিরভাগ বাংলা ছবি বক্স অফিস থেকে তাদের বাজেট তুলতে হিমশিম খাচ্ছে, সেখানে দেব একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলেছেন। তাঁর শেষ ছবি ‘খাদান’ বাংলা ছবির আয়ের সব রেকর্ড ভেঙে দিয়েছে। মাত্র ৬ কোটি টাকা বাজেটে তৈরি এই সিনেমাটি বক্স অফিসে ২৬ কোটি টাকা আয় করে বাণিজ্যিক ছবির বাজার পুনরুদ্ধার করেছে।

‘খাদান’-এর এই বিপুল সাফল্যের পরই এসভিএফ তাদের বহু প্রতীক্ষিত ও হাই বাজেটের প্রোজেক্ট ‘রঘু ডাকাত’-এর কাজ শুরু করার সিদ্ধান্ত নেয়। প্রায় পাঁচ বছর আগে এই ছবির ঘোষণা এবং দেবের ফার্স্ট লুক প্রকাশিত হলেও, কিছু কারণে তা স্থগিত হয়ে গিয়েছিল। ‘রঘু ডাকাত’-এর জন্য দেব ঘোড়া চালানো এবং লাঠি চালানোর মতো প্রশিক্ষণ নিয়েছেন। এই ছবিটি আগামী পুজোতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

‘রঘু ডাকাত’-এর স্টার কাস্টও বেশ নজরকাড়া। ‘কিশোরী’ খ্যাত ইধিকা পাল এই ছবিতেও দেবের নায়িকা। এছাড়াও রয়েছেন সোহিনী সরকার এবং রূপা গঙ্গোপাধ্যায়ের মতো জনপ্রিয় তারকারা। দেবের ব্যক্তিগত পছন্দের পোশাকের দাম থেকে শুরু করে তাঁর বক্স অফিস সাফল্য – সবকিছু মিলিয়ে দেব যেন আলোচনার কেন্দ্রে রয়েছেন।