‘ধুম মাচালে’তে পর্তুগালের নতুন বরের নাচ দেখে মুগ্ধ হৃতিক! লিখলেন…..

‘ধুম ২’ ছবির জনপ্রিয় গান ‘ধুম মাচালে’-এর তালে এক পর্তুগিজ বরের অসাধারণ নাচ দেখে মুগ্ধ হয়েছেন স্বয়ং অভিনেতা হৃতিক রোশন। বিয়ের অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে তাঁর এই পারফরম্যান্সের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে হৃতিক নিজেও প্রশংসা করতে বাধ্য হয়েছেন।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, নতুন বর এবং তাঁর বন্ধুরা ‘ধুম মাচালে’ গানের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এরপরই শুরু হয় নাচ। নতুন বরকে সিনেমার হৃতিকের নাচের মতোই হুবহু একই স্টেপে নাচতে দেখা যায়। তাঁর এই দুর্দান্ত নাচ দেখে শুধু তাঁর বন্ধুরাই নয়, সেখানে উপস্থিত থাকা বাকি সকলেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন।
এই ভিডিওটি দেখে অভিনেতা হৃতিক রোশন নিজেই মন্তব্য করেছেন। নায়ক লিখেছেন, ‘ভালো লেগেছে।’ তাঁর ভক্তরাও ভিডিওটিতে অসংখ্য মন্তব্য করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘এই পোস্টটি পোস্ট করার পর থেকে হৃতিক সত্যিই অবাক।’ অন্য একজন লিখেছেন, ‘ভারত সরকারকে এবার ওঁকে আধার কার্ড দিতে হবে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ওহ, এটা প্রতিটা ভারতীয় মেয়ের স্বপ্ন।’ একজন প্রশংসা করে লিখেছেন, ‘আমি ভালোবাসি যেভাবে, তিনি হৃতিকের জন্য এটা শিখেছেন।’
ভিডিওটি শেয়ার করেছেন ওয়েডিং প্ল্যানার নিজেই। তিনি লিখেছেন, ‘গোরে পাকোরেয় সঠিক ভাবে শেখানো হয়েছে। পর্তুগালের সেতুবালে বিয়ের অনুষ্ঠানের জন্য এই ভাবে আমরা পুরোটা ভেবেছি! এই সুন্দর অনুষ্ঠানটা করার জন্য কানাডা থেকে উড়ে এসেছি, আমরা আপনার সঙ্গেও যেকোনও জায়গায় দেখা করব। আপনিও কি ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা করছেন? এর জন্য সমস্ত কিছু করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।’ ভিডিওটি এখন পর্যন্ত ৯.১ মিলিয়ন ভিউ এবং ৭০০,০০০ লাইক পেয়েছে, যা এর জনপ্রিয়তার প্রমাণ।
View this post on Instagram
উল্লেখ্য, ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধুম ২’ ছবিতে হৃতিক রোশন ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে অভিনয় করেছিলেন। সঞ্জয় গান্ধী পরিচালিত এটি একটি বলিউড অ্যাকশন থ্রিলার ছবি, যা আন্তর্জাতিক স্তরের চোরকে ধাওয়া করা নিয়ে নির্মিত হয়েছিল। ‘ধুম ২’ সেই সময়ে একটি ব্লকবাস্টার হিট হয়েছিল।
কাজের সূত্রে, হৃতিক রোশনকে এরপর ‘ওয়ার ২’ ছবিতে জুনিয়র এনটিআর-এর সঙ্গে দেখা যাবে। তিনি ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সে সুপারস্পাই ‘কবীর’-এর চরিত্রে অভিনয় করেছেন। কিয়ারা আডবাণীকেও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।