প্রবল ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে গেলেন ১০-১২ জন যাত্রী, পাশের লাইনে আসা এক্সপ্রেস ট্রেনে মৃত্যু ৫

সোমবার সকালে মুম্বইয়ের লোকাল ট্রেনে এক ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। অফিসের ব্যস্ত সময়ে প্রবল ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে যান প্রায় ১০-১২ জন যাত্রী। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
দুর্ঘটনাটি ঘটে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT) থেকে থানের কাসারাগামী একটি লোকাল ট্রেনে। জানা গিয়েছে, ট্রেনটিতে অতিরিক্ত ভিড় ছিল এবং অনেক যাত্রীই ট্রেনের দরজায় ঝুলে যাতায়াত করছিলেন। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, ট্রেনের ভেতরের প্রবল ভিড় এবং ধাক্কাধাক্কির কারণে দরজায় ঝুলে থাকা যাত্রীরা একে একে রেললাইনে পড়ে যান। দুর্ভাগ্যজনকভাবে, ঠিক সেই সময়েই পাশ দিয়ে পুষ্পক এক্সপ্রেস যাচ্ছিল এবং লাইনে পড়ে যাওয়া যাত্রীরা সেই ট্রেনের নিচে কাটা পড়েন। এর ফলে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এই দুর্ঘটনার খবর পেয়ে রেলের আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। রেলওয়ে বোর্ড এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে মুম্বই লোকাল ট্রেনের জন্য যে নতুন রেক তৈরি হবে, সেগুলিতে স্বয়ংক্রিয় দরজা বন্ধ হওয়ার ব্যবস্থা (Automatic Door Closing Facility) থাকবে। এছাড়াও, বর্তমানে যে লোকাল ট্রেনগুলি চলছে, সেগুলির রেকগুলিও নতুনভাবে ডিজাইন করে স্বয়ংক্রিয় দরজা স্থাপন করা হবে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে। এই পদক্ষেপের মাধ্যমে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।