WhatsApp-এর দীর্ঘ মেসেজের দরকারি অংশ কপি করা যাবে সহজেই, যুক্ত হচ্ছে নয়া ফিচার

সারাদিন বন্ধুদের আড্ডায় মেতে থাকা থেকে শুরু করে অফিসের গুরুত্বপূর্ণ ফাইল আদান-প্রদান – সবকিছুর ভরসা এখন WhatsApp। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটি তার সহজ ব্যবহারের কারণেই কোটি কোটি মানুষের আস্থা অর্জন করেছে। কিন্তু দীর্ঘ মেসেজের একটি নির্দিষ্ট অংশ কপি করতে গিয়ে এতদিন অনেককেই হিমশিম খেতে হয়েছে। সেই সমস্যারই এবার সমাধান নিয়ে আসছে WhatsApp।
আসছে নতুন ‘সিলেক্টিভ কপি’ ফিচার
WhatsApp ব্যবহারকারীদের দীর্ঘদিনের একটি সমস্যার সমাধানে এবার নতুন ফিচার যোগ করতে চলেছে প্ল্যাটফর্মটি। এখন থেকে লম্বা মেসেজের একটি নির্দিষ্ট অংশ অথবা প্রয়োজন হলে শুধু একটি শব্দও কপি করে নেওয়া যাবে। এই সুবিধা ব্যক্তিগত চ্যাট, গ্রুপ চ্যাট এবং চ্যানেল – সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ব্যবহারকারীরা এই নতুন ফিচারের মাধ্যমে দারুণভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে iOS ব্যবহারকারীরা এই সুবিধার সুফল পেতে শুরু করেছেন।
কীভাবে ব্যবহার করবেন এই নতুন ফিচার?
এই নতুন এবং ব্যবহারবান্ধব ফিচারের সুবিধা পেতে পদ্ধতিটি অত্যন্ত সহজ। আপনাকে শুধু যে মেসেজটি কপি করতে চান, তার ওপর ট্যাপ করে ধরে রাখতে হবে (Tap and Hold)। এরপর, যে অংশটুকু বা শব্দটুকু কপি করতে চান, শুধু সেটুক সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পর আপনার সামনে ‘কপি’ অপশন চলে আসবে। ব্যাস, আর কোনো বাড়তি ঝামেলা নেই।
এই ফিচারের ফলে অপ্রয়োজনীয় অংশ কপি হয়ে যাওয়ার বিড়ম্বনা থেকে মুক্তি মিলবে, এবং ব্যবহারকারীদের সময়ও বাঁচবে। টাইমস অব ইন্ডিয়ার সূত্র অনুযায়ী, খুব শিগগিরই অন্যান্য প্ল্যাটফর্মেও এই ফিচার চালু হবে বলে আশা করা হচ্ছে। এটি WhatsApp ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সাবলীল এবং কার্যকরী করে তুলবে নিঃসন্দেহে।