মহিষ খুঁজতে গিয়ে হাতির হামলা! মৃত্যু এক ভাইয়ের, আহত আরেক ভাই

শালবনী থানার অন্তর্গত আড়াবাড়ি রেঞ্জের মিরগা বিট এলাকার চাথালডাঙ্গায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির মহিষ খুঁজতে গিয়ে একটি দলছুট হাতির আক্রমণে এক ভাইয়ের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন তার আরেক ভাই। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ির মহিষ বাড়ি না ফেরায় বঙ্কিম মাহাতো ও কালীপদ মাহাতো নামে দুই ভাই মহিষের খোঁজে বের হন। তখনই তারা একটি দলছুট হাতির মুখোমুখি পড়েন। হাতির আকস্মিক আক্রমণে বঙ্কিম মাহাতো ঘটনাস্থলেই প্রাণ হারান।
পাশাপাশি, কালীপদ মাহাতো নামে আহত ভাইকে দ্রুত উদ্ধার করে প্রথমে শালবনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এই ঘটনার পর বনদপ্তরের পক্ষ থেকে এলাকায় সতর্কবার্তা জারি করা হয়েছে। আড়াবাড়ি রেঞ্জের রেঞ্জার জানিয়েছেন, বনদপ্তরের সরকারি নিয়ম অনুযায়ী নিহত বঙ্কিম মাহাতোর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
বন্যপ্রাণীর সঙ্গে মানুষের সংঘাতের এই ঘটনা আবারও সামনে নিয়ে এল গ্রামাঞ্চলে বসবাসকারী মানুষের জীবনের ঝুঁকি। স্থানীয় বাসিন্দারা বলছেন, দলছুট হাতির উপদ্রব ক্রমশ বাড়ছে, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে বিঘ্নিত করছে এবং প্রাণহানির কারণ হচ্ছে।