চলতি সপ্তাহে মুখোমুখি বসতে পারেন ট্রাম্প-শি! কি নিয়ে আলোচনা করবেন তারা?

দীর্ঘদিনের শুল্ক যুদ্ধ নিয়ে আলোচনায় বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার মধ্যরাতে হোয়াইট হাউস সূত্রে এই ঘোষণা করা হয়েছে। এই বৈঠকটি দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য বিরোধের একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে বলে মনে করা হচ্ছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, ট্রাম্প এবং শি খুব শীঘ্রই বৈঠকে বসবেন। গত মাসে জেনেভায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে শুল্ক-আলোচনা হয়েছিল, এই বৈঠক তারই পরবর্তী ধাপ। আশা করা হচ্ছে, এই আলোচনায় একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে, যার ফলে একে অপরের ওপর শুল্কের বোঝা না চাপিয়ে কীভাবে দুই দেশের বাণিজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে আলোচনা হবে।

তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প শি-এর সঙ্গে দেখা করতে মরিয়া হলেও, চিনের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো উচ্চবাচ্য করা হয়নি। ফলে বৈঠকের ভবিষ্যৎ কোন দিকে যাবে, তা নিয়ে আশঙ্কা রয়েই গেছে। অবশ্য, চিন যে একেবারেই শুল্ক বৈঠক থেকে সরে আসার পরিকল্পনা করছে এমনটা নয়। এর আগেও শি এবং ট্রাম্পের প্রতিনিধিরা শুল্ক-সমস্যা নিয়ে আলোচনায় বসেছেন, কিন্তু চূড়ান্ত কোনো ফলাফল এখনও অধরা।

উল্লেখ্য, একে অপরের উপর শতাধিক শুল্কের বোঝা চাপানোর পর গত মে মাসে ৯০ দিনের জন্য ট্যারিফ-যুদ্ধ থেকে বিরতি নেয় আমেরিকা ও চিন। এর ফলে বিশ্ব কিছুটা স্বস্তি পেলেও, এই দুই দেশ শুল্ক নিয়ে কোনও সমাধানের পথে পৌঁছতে পারেনি। এক মাস কেটে গেলেও, আলোচনা প্রক্রিয়া চললেও, এখনও পুরোপুরি স্বস্তির আবহ তৈরি হয়নি।