‘ব্যাটাকে থাপ্পড় মেরে জেলে ঢোকান উচিত ছিল’ কেষ্টর কর্তী’তে ফুঁসছেন সুকান্ত

অনুব্রত মণ্ডলের ‘কীর্তি’তে ফের উত্তাল রাজ্য রাজনীতি। বোলপুর থানার আইসিকে অশ্রাব্য গালিগালাজের অভিযোগে তৃণমূল নেতাকে তুলোধোনা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাংবাদিক বৈঠকে ক্ষোভ উগরে দিয়ে সুকান্ত বলেন, “এই ঘটনা প্রমাণ করে দেয়, তৃণমূলের কাছে মহিলাদের সম্মান কোথায়!”
সুকান্তের বিস্ফোরক অভিযোগ, “তৃণমূলের কাছে মহিলাদের ইজ্জতের দাম মাত্র হাজার টাকা! একজন আইসিকে যেভাবে মা-বাপ তুলে গালিগালাজ করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের লোককে কলার ধরে থাপ্পড় মেরে জেলে ঢোকানো উচিত ছিল।”
সুকান্তের এই আক্রমণাত্মক মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, “পুলিশের উচিত ছিল তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া। কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনও পদক্ষেপ চোখে পড়েনি।”
প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বোলপুর থানার আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। আর এবার সুকান্ত মজুমদারের এই কড়া মন্তব্য আগুনে ঘি ঢেলে দিল।
সুকান্তের এই আক্রমণাত্মক মন্তব্যের পাল্টা তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে রাজ্য রাজনীতিতে আরও উত্তাপ বাড়বে।