“আমি সব জানি, সাংবাদিকদের ডেকে সব বলে দেব”, কেন বললেন সুনীল শেট্টি?

বলিউডে তারকাপুত্র-কন্যাদের অভিষেক মানেই যেখানে নেপোটিজম বিতর্কের মুখে পড়তে হয়, সেখানে এক বিস্ফোরক তথ্য সামনে আনলেন অভিনেতা সুনীল শেট্টি। তাঁর ছেলে আহান শেট্টি বলিউডে আত্মপ্রকাশ করতে গিয়েই নাকি এক ভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়েছিলেন! সুনীলের দাবি, আহান ‘বর্ডার টু’ ছবির অংশ হতে চেয়েছিলেন বলেই কিছু মানুষ তাঁর পথে কাঁটা বিছিয়েছিলেন।

সুনীল শেট্টি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “কী কী হয়েছে আমি সব জানি। যেদিন মনে করব, সাংবাদিক বৈঠক করে সব বলে দেব, কারা এমন করেছেন। আহান ‘বর্ডার’ করতে চাইছিল বলে, ওকে অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে। কিছুজন চাইছিল আহান অন্য কাজ করুক। কারণ তাঁরা চাইছিলেন না ‘বর্ডার’ হোক।” সুনীলের এই মন্তব্য বলিউডের অন্দরের রাজনীতি নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে। কারা ‘বর্ডার টু’ হোক চাইছিলেন না এবং কেন, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সিনে মহলে।

সুনীল আরও জানান যে, আহানের বলিউডে কাজ শুরু করার পর থেকেই তাঁর সম্পর্কে নানা ধরনের ভিত্তিহীন কথা রটানো হচ্ছে। তিনি উদাহরণ হিসেবে বলেন, “আহান সঙ্গে ছ’ জন বডিগার্ড নিয়ে ঘুরছে এমন বলা হয়েছে। আমি কোনওদিন শুটিং করতে গিয়ে প্রযোজকের কাছে খাবারও খাই না। খাবার যায় আমার বাড়ি থেকে। এমন নয় যে প্রযোজকের কাছে খাবার খেতে কোনও সমস্যা আছে। কিন্তু আমার ধরনও এরকম। আহান এমন একটা পরিবারে বড় হয়েছে।” সুনীলের কথায় স্পষ্ট, আহানের ভাবমূর্তি নষ্ট করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তিনি বোঝাতে চেয়েছেন, আহান এমন এক পরিবারে বেড়ে উঠেছেন যেখানে বিলাসিতা বা অপ্রয়োজনীয় আড়ম্বরের কোনও স্থান নেই।

বলিউডে ‘আউটসাইডার’দের বহু সমস্যার মুখে পড়তে হয়, এ কথা বহুবার শোনা গেছে। কিন্তু সুনীল শেট্টির মতো একজন প্রতিষ্ঠিত অভিনেতার ছেলে, যাঁর বলিউডে আত্মপ্রকাশের আগেই এমন রাজনীতির শিকার হতে হচ্ছে, তা শুনে অনেকেই বিস্মিত। তারকাপুত্র-কন্যাদের প্রতি নেপোটিজমের অভিযোগ থাকলেও, এই ঘটনা যেন ইন্ডাস্ট্রির ভেতরের অন্য এক জটিল সমীকরণকে সামনে আনল। এখন সিনেমাপ্রেমীরা অপেক্ষায় আছেন, সুনীল শেট্টি কি শেষ পর্যন্ত সেইসব ব্যক্তিদের নাম প্রকাশ্যে আনবেন, যাঁরা আহানের পথের কাঁটা হয়েছিলেন?