বলিউড ছেড়ে দক্ষিণী সিনেমায় যাত্রা করলেন হৃতিক, শিগ্রই আসছে নতুন সিনেমা

দক্ষিণী সিনেমার উত্থান এখন আর নতুন কিছু নয়। ‘কেজিএফ’, ‘সালার’, ‘কান্তারা’-এর মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে হোম্বলে ফিল্মস প্রযোজনা সংস্থা বলিউডের সামনে এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এবার সেই সাফল্যের ধারায় পা রাখলেন বলিউডের ‘গ্রিক গড’ খ্যাত তারকা হৃত্বিক রোশন।
বুধবার হোম্বলে ফিল্মস তাদের অফিশিয়াল ‘এক্স’ (টুইটার) হ্যান্ডেলে ঘোষণা করেছে যে, তাদের পরবর্তী বড় প্রজেক্টে যুক্ত হচ্ছেন হৃত্বিক রোশন। পোস্টে লেখা হয়েছে, “হৃত্বিক, যাকে সবাই গ্রিক গড বলেন। তিনি লক্ষ লক্ষ হৃদয়ের অধিপতি। হোম্বলে ফিল্মসের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। আমরা দর্শকদের এক অনন্য অভিজ্ঞতা উপহার দেওয়ার স্বপ্ন দেখছি।”
প্রযোজনা সংস্থার সহ-প্রতিষ্ঠাতা বিজয় কিরাগান্দুর এই প্রসঙ্গে জানান, “আমরা সবসময় এমন গল্প বলার চেষ্টা করি, যা মানুষকে অনুপ্রাণিত করে। হৃত্বিকের সঙ্গে আমাদের এই নতুন যাত্রা সেই লক্ষ্যেই এক বড় পদক্ষেপ।”
এই ঘোষণার পর থেকেই সিনেমাপ্রেমি ও ভক্তদের মধ্যে জল্পনা তুঙ্গে। অনেকেই মনে করছেন, হৃত্বিক রোশনকে হয়তো ‘কেজিএফ চ্যাপ্টার থ্রি’-তে যশ-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। আবার কেউ কেউ অনুমান করছেন, ‘সালার’-এর নতুন কিস্তিতেও দেখা যেতে পারে তাঁকে। হোম্বলে ফিল্মসের বিগত সফল ছবিগুলি যেমন ‘কেজিএফ’ ও ‘কান্তারা’ বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে, তাই এই প্রযোজনা সংস্থার সঙ্গে হৃত্বিকের চুক্তিকে তাঁর ক্যারিয়ারের একটি বড় মোড় বলেই মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, হৃত্বিক রোশনকে আগামীতে ‘ওয়ার ২’ ছবিতে দেখা যাবে, যা মুক্তি পেতে চলেছে ২০২৫ সালের ১৪ আগস্ট। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন কিয়ারা আদভানি ও দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। হোম্বলে ফিল্মসের এই নতুন প্যান-ইন্ডিয়া প্রজেক্ট হৃত্বিকের ক্যারিয়ারে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।