মোদীর সভায় ডাক পাননি দিলীপ! দিলীপের অনুপস্থিতি নিয়ে কী বললেন শুভেন্দু?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আলিপুরদুয়ারে জনসভা করছেন। সেই কর্মসূচিতে রাজ্য বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে দিলীপ ঘোষ মুখ খোলার পর এবার প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
প্রধানমন্ত্রীর সভায় দিলীপ ঘোষের ডাক না পাওয়া প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “এই বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারব না। আলিপুরদুয়ার জেলা বিজেপি আয়োজক। কাকে ডেকেছে আর কাকে ডাকেনি, সেটা তারাই বলতে পারবে।”
আজ আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর সভা ঘিরে রাজ্য বিজেপির অন্দরে জোর তৎপরতা দেখা যাচ্ছে। অপারেশন সিঁদুরের পর এই প্রথম রাজ্যে এসেছেন মোদী। এছাড়া, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনও রয়েছে। এই সফর থেকেই কি ভোট প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী? নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী অবশ্য এই কথা মানতে নারাজ।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “প্রধানমন্ত্রী সরকারি উন্নয়নমূলক কাজ করতে এসেছেন। আজ রাজ্যের জন্য একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন… ভোট ভোটের সময়ে হবে। বাংলাদেশে অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে। ভারত সরকারের সেদিকে নজর আছে। আমরা আশাবাদী প্রধানমন্ত্রীর কাছ থেকে বলিষ্ঠ বার্তা পাব।”
দিলীপ ঘোষের প্রসঙ্গে তিনি আরও বলেন, “উত্তরবঙ্গে কর্মসূচি রয়েছে, ওখানকার কর্মীরা থাকবেন। কলকাতায় যখন আসবেন, তখন আমরা থাকব। যারা পদাধিকারী, তাঁদের প্রোটোকল রয়েছে, তাঁদের থাকতে হবে। আমি কোনও পদাধিকারী নই। আমি সাধারণ কর্মী। এখানে যখন আসবেন, আমি তখন যাব।”
এদিকে, প্রধানমন্ত্রীর সভাস্থলে ক্রমশ ভিড় বাড়ছে। বাগডোগরা থেকে হেলিকপ্টারে করে তিনি ইতিমধ্যেই আলিপুরদুয়ারে পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যেই তাঁর ভাষণ শুরু হবে। উত্তরের এই সভা থেকে প্রধানমন্ত্রী কী বক্তব্য রাখেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।