ফুটবল খেলতে গিয়ে চরম পরিণতি, গোল পোস্ট ভেঙে মৃত্যু হয় সাত বছরের ছেলের

ফুটবল খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলো সাত বছরের এক নাবালক। গোলপোস্ট ভেঙে মাথায় পড়ে মৃত্যু হয়েছে বিশাল মণ্ডল নামে ওই শিশুটির। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় নদীয়ার শিকারপুর বিবেকানন্দ হাইস্কুলের মাঠে। বিশাল মদনপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলে মাঠ এলাকার বাসিন্দা এবং রামমোহন প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, প্রতিদিনের মতোই বিশাল এদিন সন্ধ্যায় শিকারপুর বিবেকানন্দ হাইস্কুলের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিল। খেলার সময় হঠাৎই গোলপোস্টটি ভেঙে তার ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় বিশালকে দ্রুত উদ্ধার করে কল্যাণী জহরলাল মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শী রতন বিশ্বাস জানান, “সন্ধ্যা নামলেই ওই মাঠে সবাই খেলতে আসে, অনেকে ব্যায়ামও করে। বিশাল খেলতে এসেছিল, তখনই গোলপোস্ট ভেঙে ওর গায়ে পড়ে। আমরা সঙ্গে সঙ্গে ওকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।” হাসপাতালে পৌঁছানোর পথেই বিশালের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু কিছুক্ষণ পরেই শিশুটির মৃত্যু হয়।
এই মর্মান্তিক ঘটনায় বেলে মাঠ এলাকাসহ গোটা শিকারপুর অঞ্চলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খেলার মাঠে এমন একটি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।