গভীর রাতে রাস্তায় গাড়ি থেকে উদ্ধার নগদ কোটি কোটি টাকা, গ্রেফতার হলেন ধৃত ২

গোপন সূত্রে খবর পেয়ে রাতের রাস্তায় নাকা তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা সহ একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বুলধানা জেলায়, যেখানে প্রায় ১ কোটি ৯৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গাড়ির চালক এবং তার সাথে থাকা এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, শুক্রবার রাতে মালকাপুর থানার ইনস্পেক্টর গণেশ গিরি তার নিজস্ব সূত্র মারফত খবর পান যে একটি রূপোলি রঙের এরটিগা গাড়ি ছত্রপতি সম্ভাজিনগরের দিকে যাবে এবং তাতে প্রচুর নগদ টাকা থাকবে। তাৎক্ষণিকভাবে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গাড়িটির সম্ভাব্য রুটে নাকা তল্লাশির ব্যবস্থা করা হয়। গোপন সূত্রে আসা খবর অনুযায়ী, নির্দিষ্ট এরটিগা গাড়িটি দেখতে পেয়ে সেটিকে থামানো হয়। গাড়িটি তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। গাড়িতে স্তূপ করে রাখা ছিল অসংখ্য টাকার বান্ডিল।
থরে থরে সাজানো টাকা, আয়কর বিভাগকে খবর
জনবহুল এলাকা থেকে গাড়িটিকে সরিয়ে থানায় এনে আরও বিস্তারিত তল্লাশি চালানো হয়। টাকা গোনার জন্য আনা হয় যন্ত্র। প্রায় এক ঘণ্টা ধরে নগদ গোনার কাজ চলার পর দেখা যায়, সেখানে মোট ১ কোটি ৯৭ লাখ টাকা রয়েছে। প্রোটোকল অনুসারে, নাগপুরের আয়কর বিভাগকেও সঙ্গে সঙ্গে খবর পাঠান পুলিশ কর্মকর্তারা।
পুলিশ সূত্রে খবর, ধৃতরা এত টাকা কোথা থেকে এল, কিসের জন্য কোথায় এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, সে সম্পর্কে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। ঘটনার তদন্তের ভার নিয়েছে অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড (ATS)। কী কারণে এত বিপুল পরিমাণ নগদ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।