OMG! থানা থেকে পুলিশের উর্দি চুরি করে চলছিল তোলাবাজি, গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার

যিনি আইন রক্ষায় সহায়তা করার কথা, তিনিই কিনা কনস্টেবলের উর্দি পরে নেমেছিলেন তোলাবাজিতে! এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কলকাতায়, যেখানে প্রগতি ময়দান থানায় কর্মরত এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম নীরজ সিং।
বৃহস্পতিবার রাতে কসবা এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সিভিক ভলান্টিয়ার নীরজ সিং কনস্টেবলের উর্দি পরে এলাকার দোকানদার, বাইক আরোহী এবং গাড়ি চালকদের কাছ থেকে জোর করে টাকা তুলছিলেন। ঘটনা দেখে স্থানীয়রাই ১০০ নম্বরে ডায়াল করে পুলিশে খবর দেন। কসবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত জনতা নীরজকে তাদের হাতে তুলে দেয়। পুলিশ জানিয়েছে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নীরজকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে।
এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অবৈধ কার্যকলাপের অভিযোগ উঠেছে। বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের কয়েকজনকে সাসপেন্ড বা বহিষ্কারও করা হয়েছে।
নীরজ সিংয়ের বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগের তদন্তে কী তথ্য উঠে আসে এবং তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেটাই এখন দেখার বিষয়। এই ঘটনা রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা এবং তাদের তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।