ভারতে লঞ্চ হল Motorola Razr 60 Ultra ! কেনার ক্ষেত্রে রয়েছে বেশ কিছু সুযোগ-সুবিধা

ভারতে লঞ্চ হয়ে গেল Motorola Razr সিরিজের নতুন ফোল্ডেবল ফোন Motorola Razr 60 Ultra। ‘clamshell’ ডিজাইনের এই ফোনটি ভাঁজ করা অবস্থায় ঝিনুকের মতো দেখতে লাগে। এই নতুন ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলট চিপসেট এবং ১৬ জিবি র্যাম, যা ফোনটিকে অত্যন্ত শক্তিশালী করে তুলেছে।
ডিসপ্লে ও ক্যামেরা
Motorola Razr 60 Ultra ফোনটি ভাঁজ করা অবস্থায় মাত্র ৪ ইঞ্চির, অর্থাৎ এর কভার ডিসপ্লে ৪ ইঞ্চির। আর ফোনটি খোলা অবস্থায় এর ইনার ডিসপ্লে ৭ ইঞ্চির। ফটোগ্রাফির জন্য এই ফোনে রয়েছে দুটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। এছাড়াও, সেলফি তোলার জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের ইনার সেলফি ক্যামেরা সেন্সর।
ব্যাটারি ও চার্জিং
মোটোরোলা তাদের রেজর সিরিজের এই ফোল্ডেবল রেঞ্জের ফোনে যোগ করেছে ৪৭০০ এমএএইচ ব্যাটারি। ওয়্যারড এবং ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় ফোনটি দ্রুত চার্জ হবে, অর্থাৎ কম সময়ে অনেকটা চার্জ হয়ে যাবে ব্যাটারিতে। এই ফোনে রিভার্স চার্জিং ফিচারের সাপোর্টও রয়েছে।
দাম ও উপলব্ধতা
Motorola Razr 60 Ultra ফোনের ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৯৯,৯৯৯ টাকা। তবে, নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের কার্ডের সাহায্যে ফোন কিনলে ১০ হাজার টাকা ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে, যার ফলে ফোনের দাম কমে হবে ৮৯,৯৯৯ টাকা। ক্রেতাদের সুবিধার জন্য ১২ মাসের নো-কস্ট ইএমআই অপশনও রয়েছে, যেখানে প্রতি মাসে ৭৫০০ টাকা কিস্তি দিতে হবে।
Motorola Razr 60 Ultra ফোনটি ভারতে তিনটি রঙে পাওয়া যাবে। এর সঙ্গে ফোনের ব্যাক প্যানেলে উড, ভেগান লেদার এবং Alcantara ফিনিশ পাওয়া যাবে। আজ, ২১ মে দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হয়েছে। আগ্রহী ক্রেতারা ই-কমার্স সংস্থা অ্যামাজনের ইন্ডিয়ান ওয়েবসাইট, রিলায়েন্স ডিজিটাল এবং মোটোরোলার অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে ফোনটি কিনতে পারবেন। এছাড়াও, নির্দিষ্ট কিছু রিটেল স্টোর থেকে অফলাইনেও এই ফোন কেনা যাবে।
অন্যান্য আকর্ষণীয় ফিচার
Motorola Razr 60 Ultra ফোনের ডিসপ্লের উপর সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস সেরামিক প্রোটেকশন লেয়ার রয়েছে, যা ইনার ডিসপ্লের উপর দেখা যাবে। এই ফোল্ডেবল ফোনে একটি Moto AI key রয়েছে, যা ডিভাইসের বাঁদিকের সাইডের অংশে অবস্থিত। এই বাটনের সাহায্যে যাবতীয় এআই ফিচারের নাগাল পাওয়া যাবে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস এবং এতে ফেস আনলক ফিচারও রয়েছে।
Motorola Razr 60 Ultra ফোল্ডেবল ফোন ব্যবহারকারীদের জন্য একটি প্রিমিয়াম অভিজ্ঞতা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।