অপেক্ষার অবসান! মুক্তি পেল ‘ওয়ার ২’ টিজার, কবে বড় পর্দায় আসছে হৃত্বিকের ছবি?

২০১৯ সালের সুপারহিট ছবি ‘ওয়ার’ যেখানে হৃতিক রোশন এবং টাইগার শ্রফের যুগলবন্দী বক্স অফিসে ঝড় তুলেছিল, তার দ্বিতীয় পর্ব ‘ওয়ার ২’ নিয়ে উন্মাদনা শুরু হয়েছে। যদিও দ্বিতীয় পর্বে টাইগার শ্রফ থাকছেন না, তবে তার পরিবর্তে দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআর-এর অন্তর্ভুক্তিতে দর্শকদের উচ্ছ্বাস তুঙ্গে। প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ২০ মে মুক্তি পেল ‘ওয়ার ২’-এর টিজার, যা সিনেপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি করেছে।

‘ওয়ার ২’ ছবির কাস্টিং ছাড়া এতদিন আর কিছুই ঘোষণা করা হয়নি। তবে গত সপ্তাহে হৃতিক রোশন ইঙ্গিত দিয়েছিলেন যে ২০ তারিখ এমন কিছু আসবে যা সবাইকে চমকে দেবে। কাকতালীয়ভাবে, এই একই দিনে জুনিয়র এনটিআর-এর জন্মদিন হওয়ায় দর্শকরা অনুমান করেছিলেন যে, ‘ওয়ার’ ছবি নিয়েই কোনো বড় ঘোষণা আসতে চলেছে। সমস্ত জল্পনা-কল্পনাকে সত্যি করে অবশেষে ২০ মে মুক্তি পেল ছবির টিজার।

নিজের কথা রেখেছেন হৃতিক। সোশ্যাল মিডিয়ায় ছবির টিজার মুক্তির ঘোষণা করে তিনি লিখেছেন, “অবশেষে অপেক্ষার অবসান হল। ঝড় আসতে চলেছে। ওয়ার ২ টিজার মুক্তি পেল। আগামী ১৪ আগস্ট বড় পর্দায় হিন্দি, তেলেগু এবং তামিল ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।”

 

View this post on Instagram

 

A post shared by Hrithik Roshan (@hrithikroshan)

টিজার শুরু হতেই দেখা যায় জুনিয়র এনটিআর-এর গ্র্যান্ড এন্ট্রি। তার শক্তিশালী উপস্থিতি শুরুতেই নজর কাড়ে। এরপরই প্রতিপক্ষ হৃতিক রোশনকে দেখা যায় মারমুখী স্টাইলে, যা তাদের মধ্যে এক তীব্র সংঘাতের ইঙ্গিত দেয়। তবে এই দুই অভিনেতার মধ্যে কেন লড়াই হচ্ছে, সেটা টিজারে স্পষ্ট নয়, যা রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।

টিজারের অন্যতম আকর্ষণ ছিলেন কিয়ারা আদভানি। বর্তমানে অভিনেত্রী অন্তঃসত্ত্বা হলেও, এই ছবিতে তার নির্মেদ শরীর এবং বিকিনি লুক দেখে ভক্তরা আরও একবার তার প্রেমে পড়েছেন। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, এই অ্যাকশন স্পাই থ্রিলার মানুষের মন কেড়ে নেওয়ার জন্য প্রস্তুত।