প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করতে ৪ বছরের খুদেকে প্রাণে মারল ‘মা’! প্রকাশ পেল কুকীর্তি

এক মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত উত্তরপ্রদেশের কানপুর। নিজের বিবাহ বহির্ভূত সম্পর্ককে মসৃণ করতে এবং প্রেমিকের সঙ্গে নতুন করে সংসার শুরু করার জন্য নিজেরই ৪ বছরের শিশুপুত্রকে নির্মমভাবে শ্বাসরোধ করে খুন করল এক পাষাণ মা। মণীষা যাদব নামে ওই মহিলা তার পুত্র অনিরুদ্ধকে হত্যার পর মৃতদেহ শ্বশুরমশাইয়ের পাশে শুইয়ে রেখে প্রেমিক বিকাশ যাদবের সঙ্গে চম্পট দেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মণীষা যাদব নামে এই মহিলা গ্রামেরই এক যুবক বিকাশ যাদবের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এই সম্পর্ককে পূর্ণতা দিতে এবং একসঙ্গে থাকার জন্য মণীষা তার ৪ বছরের ছেলে অনিরুদ্ধকে পথের কাঁটা মনে করে। এরপর এক নারকীয় পরিকল্পনা করে সে। নিজের ছেলের গলায় ফাঁস লাগিয়ে তাকে খুন করে। এই নৃশংস কাজটি করার পর মণীষা মৃত ছেলেকে তার শ্বশুরের পাশে শুইয়ে রাখে যাতে প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু বলে মনে হয়। এরপর সে তার প্রেমিক বিকাশ যাদবের সঙ্গে গ্রাম ছেড়ে পালিয়ে যায়।

বেশ কিছুদিন গ্রামের বাইরে থাকার পর মণীষা বিকাশকে নিয়ে গ্রামে ফিরে আসে। এরপরই তার এই জঘন্য কুকীর্তি প্রকাশ্যে আসে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং তদন্তের পর পুলিশ জানতে পারে যে মণীষা তার প্রেমিক বিকাশ যাদবের সঙ্গে নতুন জীবন শুরু করার জন্যই নিজের শিশুপুত্রকে ঠান্ডা মাথায় খুন করেছে।

এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক মায়ের এমন জঘন্য কাজ শুনে সকলেই শিউরে উঠেছেন। পুলিশ মণীষা যাদব এবং তার প্রেমিক বিকাশ যাদবকে আটক করেছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।