‘পেশিবহুল পুরুষদের দিকে তাকিয়ে থাকুন’ অসুস্থ মহিলাকে আজব পরামর্শ চিকিৎসকের, সোশ্যাল মিডিয়ায় উঠেছে ঝড়

চিকিৎসা বিজ্ঞানে নিত্যনতুন আবিষ্কার হলেও, এবার এক চিকিৎসকের দেওয়া ‘আজব পরামর্শ’ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। চিনের শেনঝেন শহরের এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ তার এক নারী রোগীকে রক্তাল্পতা ও এনার্জির অভাব দূর করার জন্য ওষুধ না দিয়ে এমন এক দাওয়াই দিয়েছেন, যা শুনলে চক্ষু চড়কগাছ হবে অনেকেরই।

সমস্যা: রক্তাল্পতা ও এনার্জির অভাব
জানা গেছে, ওই নারী দুটি প্রধান সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে এসেছিলেন – তিনি রক্তাল্পতায় ভুগছিলেন এবং তার মধ্যে স্ফূর্তির মারাত্মক অভাব ছিল। সারাদিন তার এনার্জি কাজ করত না। সাধারণ চিকিৎসকরা যেখানে ওষুধ দেন, সেখানে এই বিশেষজ্ঞ চিকিৎসক একটি ভিন্ন পথ বেছে নিলেন।

আজব পরামর্শ: ‘পুরুষদের দিকে তাকিয়ে থাকুন’
বিশেষজ্ঞ চিকিৎসক মহিলাকে পরীক্ষা করে কোনো ওষুধ না দিয়ে সরাসরি পরামর্শ দিলেন: “হুটহাট করে পুরুষদের প্রেমে না পড়ে যান। সেটা থেকে নিজেকে বিরত রাখতে হবে।” চিকিৎসকের মতে, মহিলার সমস্যার মূল কারণ তার মানসিক চাপ। এই মানসিক চাপ থেকে মুক্তি পেলেই তার রোগ সেরে যাবে। আর সেই মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তার উচিত নিয়মিত পেশিবহুল পুরুষদের দিকে তাকিয়ে থাকা!

চিকিৎসক ব্যাখ্যা করে বলেন, পেশিবহুল পুরুষদের দিকে তাকিয়ে থাকলে মন ভালো হবে এবং ‘ভিজ্যুয়াল প্লেজার’ বা দেখার আনন্দ উপভোগ করা যাবে। যা মস্তিষ্কে ডোপামিন হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেবে, এবং এটাই মহিলাকে ধীরে ধীরে সুস্থ করে তুলবে বলে তিনি মনে করেন।

সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবরটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং বিতর্কের ঝড় তুলেছে। চিকিৎসকের এই আজব পরামর্শ নিয়ে নেটপাড়ায় চলছে জোর আলোচনা, অনেকেই এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ কেউ একে হাস্যকর বলেও মন্তব্য করছেন।