‘অবাক হয়ে গেছিলাম’, বিরাটের রিটায়ারমেন্টের সিদ্ধান্ত হতবাক করে তুললো গাঙ্গুলিকে

ভারতীয় ক্রিকেট দলের দুই স্তম্ভ বিরাট কোহলি এবং রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার খবরে কার্যত হতবাক হয়ে গেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর ঠিক আগেই এই দুই তারকা নাকি টেস্ট ক্রিকেটকে বিদায় জানান (মূল টেক্সটে অবসর নেওয়ার খবর উল্লিখিত)।

স্পোর্টস টক-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি জানান যে তিনি এই ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান করেন, তবে বিশেষ করে বিরাট কোহলির অবসরের সিদ্ধান্তে তিনি সত্যিই অবাক হয়েছেন। সৌরভ বলেন, “আমি বিরাটের অবসরের সিদ্ধান্তে সত্যিই অবাক হয়েছি। খেলাটা চালিয়ে যাওয়া কিংবা ছেড়ে দেওয়া একান্ত নিজের সিদ্ধান্ত। বিরাট ও রোহিত দু’জনেই নিজেদের ইচ্ছেতেই খেলা ছেড়েছে। দু’জনেরই দুর্দান্ত কেরিয়ার রয়েছে।” ৩৮ বছর বয়সী রোহিতের অবসরে তিনি ততটা বিস্মিত না হলেও, ৩৬ বছর বয়সী বিরাট কোহলি, যিনি বরাবরই টেস্ট ক্রিকেটকে সবচেয়ে প্রিয় ফরম্যাট বলেছেন, তার হঠাৎ করে এই ফরম্যাট ছেড়ে দেওয়া অনেককেই বিস্মিত করেছে, এবং বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি হিসেবে তিনিও এই খবর শুনে চমকে গিয়েছিলেন।

বিরাট ও রোহিতের টেস্ট থেকে কথিত অবসরের পর ভারতীয় দলের পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সম্ভাব্য অধিনায়ক হিসেবে শুভমান গিল এবং যশপ্রীত বুমরার নাম আলোচনায় উঠে আসছে। পরবর্তী অধিনায়ক নির্বাচন প্রসঙ্গে সৌরভ বলেছেন, “নির্বাচকরা নিজেদের বিচারবুদ্ধি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে অনেক বিষয় ভাবতে হবে। দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবা দরকার। অনেকে বুমরার নাম বলছেন ঠিকই, কিন্তু তাঁর চোট একটা চিন্তার বিষয়”।

উল্লেখ্য, টেস্ট থেকে কথিত অবসর ঘোষণার পর গত শনিবার বিরাট কোহলি আরসিবি-র হয়ে আইপিএলে খেলতে নেমেছিলেন, তবে বৃষ্টির কারণে কেকেআরের বিরুদ্ধে সেই ম্যাচটি ভেস্তে যায়। সেদিন চিন্নাস্বামী স্টেডিয়ামে কোহলি ভক্তরা তার টেস্ট জার্সি পরে এসে প্রিয় ক্রিকেটারকে সম্মান জানান।